বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, একটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি বা নক্ষত্র পরিবর্তন করে। আর এই প্রতিটি পরিবর্তনেই সরাসরি মানুষ প্রাভাবিত হয়।  ৩ অক্টোবর ইতিমধ্যেই শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে শনি। আর  নক্ষত্রে  রাহু ইতিমধ্যেই বসে আছে। রাহু এবং শনির এই মিলন জ্যোতিষ শাস্ত্রে ভীষণ গুরুত্বপূর্ণ। ৫০  বছর পর শতভিষা নক্ষত্রে তৈরি হল এই যোগ । এতে কয়েকটি রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে পারে। এছাড়াও এই রাশির জাতকরা হঠাৎকরে আর্থিক লাভের মুখ দেখতে পারে। পুজোর মাঝেই হঠাৎ খুলে যেতে পারে  সৌভাগ্যের দরজা।  আসুন জেনে নেওয়া যাক এই রাশিগুলো কী কী। ৫০ বছর পর শনি ও রাহু নক্ষত্র পরিবর্তন বিশেষ গুরুত্ব বহন করছে। 


তুলা রাশি
রাহু ও শনি শতভিষা নক্ষত্রে রয়েছে। এই সময়ে তুলা রাশির জাতক জাতিকারা  সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন । কর্মক্ষেত্রে পদস্থ কর্তারা খুশি হবেন আপনার কাজে।  আপনি এই সময়ে টাকা সঞ্চয় করতে পারবেন বুদ্ধি করে চললে। নতুন কোনো প্রজেক্টে কাজের সুযোগ পেতে পারেন।  আদালতের মামলায় সাফল্য পেতে পারেন। এই সময়ে তুলার জাতকরা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ শান্তি পাবেন।  স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম বাড়বে। সম্পর্ক মজবুত হবে। পুরনো ভুল বোঝাবুঝি ভুলে থাকা সম্ভব হবে। 


মিথুন রাশি
শনি ও রাহুর শতভিষা নক্ষত্রে প্রবেশ মিথুন রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। ভগবান শনি এই রাশির ভাগ্য উদয় করবেন। রাহু এই রাশির কর্মক্ষেত্রে  সাফল্য আনবেন।  তাই এই সময়ে ভাগ্যের সমর্থন পেতে পারেন । কাজের জন্য ভ্রমণ কর হতে পারে । চাকরিপ্রার্থীরা চাকরি পেতে পারেন। এছাড়াও ব্যবসায়ীরা ভাল আর্থিক সুবিধা পেতে পারেন। ব্যবসা বাড়তে পারে।  পেশাগত জীবনে পরিবর্তন আসবে। এই রাশির জাতকরা এই সময়েই প্রবীণদের সমর্থন পাবেন।  


মকর রাশি
শতভিষা নক্ষত্রে রাহু ও শনির প্রবেশ করে মকর রাশির জাতকদের জন্য ভাল সময় নিয়ে এসেছে ।  শনি এই রাশিকে আর্থিক দিক থেকে সফল করবে।  রাহুর অবস্থানের প্রভাবে এই সময়ে এই রাশির জাতকরা আকস্মিক আর্থিক সুবিধা পেতে পারেন। রাহু ও শনির প্রভাবে এই রাশির সাহস বাড়বে।  আটকে থাকা অর্থ ফেরচ পেতে পারেন।  আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। যারা বিদেশে ব্যবসা করছেন তারা লাভ পেতে পারেন। ভাই-বোনের সহযোগিতা পাবেন বিভিন্ন কাজে। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।