কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনি ৯টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গ্রহ। আড়াই বছরে শনি একবার তার রাশি পরিবর্তন করে। সমস্ত রাশিচক্রের উপর শনির চলন বা শনির ট্রানজিট সবচেয়ে বেশি প্রভাব ফেলে। কিন্তু শনির সরাসরি নজর থাকে সেই ৫টি রাশির ওপর যেগুলোর ওপর শনির সাড়েসাতি বা ধইয়া চলছে। প্রতিবার শনি যখন তার রাশি পরিবর্তন করে, তখন সাড়েসাতি এবং ধইয়া কিছু রাশিতে শুরু হয় এবং অন্য রাশিগুলিতে শেষ হয়।


শনি ২০২৩ সালে কুম্ভ রাশিতে প্রবেশ করেছিল, এখনও সেখানেই রয়েছে। এরপর শনি ২০২৫ সালে তার রাশি পরিবর্তন করবে। ওই বছরের ২৯ মার্চ শনি মীন রাশিতে প্রবেশ করবে এবং টানা থাকবে। ওই সময় শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে।


মেষ রাশিতে সাড়েসাতি শুরু হবে: 
শনিগ্রহ মীন রাশিতে ঢোকার সঙ্গে সঙ্গেই মেষ রাশিতে শনির সাড়ে সাতি শুরু হবে। অর্থাৎ এটা বলা যেতেই পারে ২০২৫ সালে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর শনির গতিবিধির সবচেয়ে বেশি প্রভাব পড়তে চলেছে। 


বর্তমানে মকর, কুম্ভ ও মীন রাশিতে শনির সাদে সতী চলছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এটি সাড়ে সাত বছর ধরে স্থায়ী হয়। জাতককে বহু কষ্ট দেয়। সাড়েসাতির সময় কোনও ব্যক্তিকে আর্থিক, শারীরিক ও মানসিক সমস্যায় পড়তে হয়। অর্থাৎ, ২০২৫ সালটি মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য খুব কঠিন হতে চলেছে। অর্থাৎ ২০২৫ সালের মার্চ থেকে, আগামী সাড়ে সাত বছর মেষ রাশির জাতকদের জন্য কঠিন হতে চলেছে। 


মেষ রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকা জরুরি:
শনির সাড়েসাতির আড়াই বছর করে তিনটি পর্যায় রয়েছে। সাড়েসাতির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব। এর মধ্যে সাড়েসাতির দ্বিতীয় পর্ব সবচেয়ে কঠিন। এই সময় কোনও ব্যক্তিকে সবচেয়ে বেশি কষ্ট বা ক্ষতির সম্মুখীন হতে হয়। 


যেহেতু শনির সাড়েসাতির কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের নানা সমস্যায় পড়তে হতে পারে। তাই এসব সমস্যা এড়াতে মেষ রাশির জাতকদের আগে থেকেই সতর্ক থাকা প্রয়োজন। এই সময়ে টাকা লেনদেনে তাঁদের ভুল করা উচিত নয়। সাবধানে ব্যয় করতে হবে, মেপে খরচ করতে হবে। শুধুমাত্র প্রয়োজনে টাকা খরচ করতে হবে। এছাড়াও যে কোনও ধরনের বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করা প্রয়োজন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না।



আরও পড়ুন: রাশিতে সূর্যের প্রবেশে ভাগ্যে চমক, ১ মাস ধরে উত্থান, টাকা আসবে রকেটের গতিতে