কলকাতা : শুক্রবার ১২ জুলাই। এদিন বৃশ্চিক এবং ধনু সহ ৫ টি রাশির ভাগ্যে বড় পরিবর্তন আসতে চলেছে । শনি ও চন্দ্রের সমাসপ্তক যোগ তৈরি হচ্ছে। চন্দ্র ও শনির সমসপ্তম যোগে কয়েকটি রাশির জীবনে আসতে পারে বড় ধাক্কা। অশুভ যোগের কারণে প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রাশি যদি এই তালিকায় থেকে থাকে তবে এখনই সাবধান হন। এই দিন কয়েকটি কাজ মোটেই করা যাবে না।  যেমন  বিনিয়োগ নিয়ে সতর্ক থাকতে হবে।  শনি এবং চন্দ্রের সমাসপ্তক যোগের অশুভ প্রভাব এড়াতে, কয়েকটি প্রতিকার করতে হবে। শনি এক একটি রাশিতে আড়াই বছর করে । আর চাঁদ প্রতি আড়াই দিনে নিজের অবস্থান বদল করে। 


জ্যোতিষশাস্ত্রে শনিকে অশুভ গ্রহ বলা হয়। এটি নিষ্ঠ‌ুর ও নির্মম গ্রহ হিসেবে চিহ্নিত। আর চাঁদ তার প্রভাব বিস্তার করে আমাদের মনের উপর। এছাড়া মনে করা হয়, চাঁদের সঙ্গে জুড়ে আছে আমাদের মাতৃভাগ্যও। চাঁদ ও শনি একসঙ্গে অবস্থান করলে কোষ্ঠীতে বিষ যোগ গঠিত হয়।



কালো রঙের জিনিস দান করুন
গরিব মানুষকে কালো রঙের দরকারী জিনিস যেমন জুতো, ছাতা, ডাল, কালো তিল বা কালো কাপড় দান করতে পারেন।  কোনও অভাবী ব্যক্তিকে দান করলে শনির আশীর্বাদ পাবেন । তার সুফল পাবেন। আপনার উপর শনির রোষ কমবে এবং একই সঙ্গে আর্থিক উন্নতি হবে। যেহেতু শনির রংকালো তাই বড়ঠাকুর কালো রঙের জিনিস সবচেয়ে বেশি পছন্দ করে। এই প্রতিকার করা খুব কার্যকরী বলে মনে করা হয়।



চাঁদকে শক্তিশালী করতে 
আজ এই রাশিতে চন্দ্রকে শক্তিশালী করার কয়েকটি ব্যবস্থা গ্রহণ করা খুব কার্যকরী প্রমাণিত হতে পারে। চন্দ্রকে কর্কট রাশির অধিপতি মনে করা হয়। চাঁদকে শক্তিশালী করতে, দেবী লক্ষ্মীকে দুধ ও মাখন নিবেদন করুন। চন্দ্রকে মা লক্ষ্মীর ভাই বলে মনে করা হয়। তাই তাকে খুশি করলে আপনার কুণ্ডলীতে চন্দ্রের অবস্থান উন্নত হতে পারে। 


কালো কুকুরকে খাওয়ান
এদিন রাতে, কালো কুকুরকে খাবার খাওয়ান। এদের নিষ্ঠুরভাবে তাড়াবেন না। নিজেদের রাতের খাবার ভাগ করে নিন কালো কুকুরের সঙ্গে। যে কোনও অবলা প্রাণিই শনির কৃপাধন্য।  রুটিতে অল্প সরষের তেল মাখিয়ে,গুড় দিয়ে কালো কুকুরকে খাওয়ান। এই প্রতিকার মেনে চললে আপনার কাজে আসা বাধা দূর হবে। আপনি আপনার চাকরিতে উন্নতি করবেন এবং ব্যবসায় সাফল্য পাবেন।



হনুমানজীর পুজো করুন 
শনির অশুভ প্রভাব এড়াতে এদিন হনুমানজির পূজা করুন। এমনটা বিশ্বাস করা হয় যে , কেউ যদি শনিদেবকে তুষ্ট করতে চান, তাহলে হনুমানজির পুজো করতে পারেন। হনুমানের পুজো করলে শনির অশুভ প্রভাব আপনার ওপর পড়ে না। তাই  এদিন হনুমানের পুজো করুন। এছাড়া শনি স্তোত্রও পাঠ করতে পারেন।  উপকার পাবেন।



সাবু দানা দান করুন
এদিন চন্দ্রের শুভ প্রভাব পেতে সকালে স্নান সেরে সাবু দানা কোন অভাবীকে দান করুন। চাঁদকে অনুকূল করতে চাল ও চিনি দান করতে পারেন। চন্দ্রের শক্তিশালী অবস্থানের জন্য ঠান্ডা লাগা থেকেও রক্ষা পেতে পারেন। 


 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।