কলকাতা : শনির ( Shani ) গতি পরিবর্তনে বেশ কিছু রাশির যেমন সুবিধা হয়, তেমনই আশঙ্কা বাড়ে কয়েকটি রাশির ( Zodiac signs )। জ্যোতিষশাস্ত্রে, শনিকে একটি নিষ্ঠুর এবং বিচারক গ্রহ বলা হয়। শনিদেব মানুষের কর্ম অনুসারে ফল দেন। শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি এই রাশিতে অস্তমিত হবে শনি।


জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে খুবই রাগী বলে মনে করা হয়। শনির অবস্থানে কয়েকটি রাশির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পড়ার আশঙ্কা করা হচ্ছে । এটি এড়াতে এখন থেকেই কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া শুরু করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



  • রাতে পিপল গাছের কাছে সরিষার তেলের প্রদীপ জ্বালান। এর ফলে শনিদেব শীঘ্রই প্রসন্ন হন এবং ভক্তদের উপর আশীর্বাদ বর্ষণ করেন। এটি শনির অশুভ প্রভাব থেকেও মুক্তি দেয়। পিপল গাছের পুজো ও জল নিবেদন করলে শনিদেবও প্রসন্ন হন।

  • জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিদেবের ১০৮ টি নাম জপ করা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। শনিদেবের মন্ত্র "ওম প্রাণ প্রীণ প্রণ স: শনাইশ্চরায় নমঃ" জপ করে যারা, তাদের আশীর্বাদ বর্ষণ করেন গ্রহরাজ।

  •  শনিদেবের অশুভ নজর এড়াতে চাইলে এবং তাঁর আশীর্বাদ পেতে চাইলে কতগুলি রীতি মানা ভাল বলে মতামত জ্যোতিষদের।  শনিবার পূর্ণ আচারের সঙ্গে শনিদেবের পুজো করা আবশ্যক। সে-ক্ষেত্রে নিয়মে ত্রুটি হওয়া কাঙ্খিত নয়। তাই আগেই পুরোহিতের থেকে নিয়ম জেনে নিতে হবে।

  •  কালো কুকুরকে শনিদেবের বাহন মনে করা হয়। কোথাও কালো কুকুর দেখলে অবশ্যই কিছু খেতে দেওয়ার পরামর্শ দেওয়া হয়। এটি করলে শনির গ্রহের দোষ দূর হবে। কালো কাপড়, কালো তিল, কালো ছাতা, কালো উরদ ডাল, গুড়, তেল, জুতা, চপ্পল ইত্যাদি জিনিস গরিব মানুষদের দান করুন। এই দানের ফলে শনির অশুভ প্রভাব কমে যায়। 

  • ভাবীকে দান, অসহায়কে সাহায্য করা, নারীদের সম্মান করা এবং নিজের কাজ সততার সঙ্গে করলে শনিদেবও খুশি হন। ভগবান শিবকে শনিদেবের গুরু মনে করা হয়। যে ভক্তরা শিবের উপাসনা করে এবং শিবলিঙ্গে তিল রেখে জল নিবেদন করে, তাদের শনিদেব কখনও কষ্ট দেন না।

  • প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলেও শনিদেবের আশীর্বাদ পাওয়া যায়। নিয়মিত শনি চালিসা পাঠ করলে শনিদেবের অশুভ ও সাড়েসাতি থেকে মুক্তি পাওয়া যায়। 

    ডিসক্লেমার :  এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন। 

     আরও পড়ুন :

    মাস ঘুরলেই শিবরাত্রি, জেনে নিন মহাদেবকে তুষ্ট করার সঠিক সময় ও নিয়ম