Shani Astrology : ২০২৭ পর্যন্ত চরম পরীক্ষা, ৫ রাশিকে পদে পদে চ্যালেঞ্জ দেবেন শনি, একটি শর্তেই বাজিমাৎ

Shani Dhaiya 2025 : শনির এই অবস্থান আগামী আড়াই বছর থাকবে এবং ২০২৭ পর্যন্ত প্রভাব ফেলবে।

Continues below advertisement

শনি দেবের রাশি পরিবর্তন হয়ে গেছে। প্রায় আড়াই বছর নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে থাকার পর ২৯ মার্চ ২০২৫-এ শনি কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করেছেন। এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ । ২৯ মার্চের পর কতগুলি রাশির উপর সাড়েসাতি এবং শনির ধইয়া শুরু হয়েছে।

Continues below advertisement

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনি কখনও অন্যায় সহ্য করেন না।  তিনি কেবল কর্মের ফল দেন। শনি প্রায় ৩০ মাস কুম্ভ রাশিতে থাকার পর এখন মীন রাশিতে প্রবেশ করেছেন। শনির এই অবস্থান আগামী আড়াই বছর থাকবে এবং ২০২৭ পর্যন্ত প্রভাব ফেলবে।

সাড়েসাতি এই রাশিগুলিতে সারা বছর থাকবে (Sade Sati 2025)

  1. কুম্ভ রাশি-শেষ পর্যায় (তৃতীয় পর্যায়)
  2. মীন রাশি-দ্বিতীয় পর্যায়
  3. মেষ রাশি-প্রথম পর্যায় (এখন শুরু হয়েছে)

শনির ধইয়ায় আছে - (Shani Ki Dhaiya 2025) 

  1. সিংহ রাশি
  2. ধনু রাশি

শনির কর্ম ও ন্যায়: বলা হয়, শনি দেব কারও মিত্র নয়, শত্রুও নয়। তিনি কেবলমাত্র কর্ম অনুযায়ী ফল দেন। বলা হয়., যখন শ্রী রামের জীবনে বনবাস এসেছিল, তখন তাঁর কুণ্ডলীতে শনির দশায় প্রচুর গ্রহযোগ তৈরি হয়েছিল। এটি তাঁর জীবনের পরীক্ষার সময় ছিল, কারণ তিনি মর্যাদা পুরুষোত্তম ছিলেন, তাঁকে প্রতিটি চ্যালেঞ্জ পেরিয়ে সর্বোচ্চ স্থান অর্জন করতে হয়েছিল।

কীভাবে জানবেন শনি আপনাকে কর্মের ফল দিচ্ছেন কিনা?

  • হঠাৎ আয় কমে যাওয়া
  • মানসিক অশান্তি ও একাকীত্ব
  • সম্পর্কে উত্তেজনা ও প্রতারণা
  • ন্যায়ের সন্ধান ও বিলম্ব 

    এই পরিস্থিতিতে বাঁচার উপায় 
  • শনিবার পিপল গাছে সরিষার তেলের প্রদীপ জ্বালান
  • 'ॐ শং শনৈশ্চরায় নম:' মন্ত্র ১০৮ বার জপ করুন
  • কালো তিল ও উড়দ দান করুন
  • কর্ম করে যান, এটাই সবচেয়ে বড় উপায়

আপনার কুণ্ডলীতে কি শনি সক্রিয়?
বলা হয়, যদি আপনার কুণ্ডলীতে শনি মহারাজ ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ভাবে থাকেন, রাহু বা মঙ্গলের সঙ্গে যুক্ত থাকেন, অথবা শনি নীচ রাশি (মেষ রাশি)তে থাকেন তাহলে এই সময় বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। এসময় কাউকে নির্যাতন করবেন না, দীন মানুষকে যতটা সম্ভব সাহায্য করুন। শনি দুর্বলের রক্ষক। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Continues below advertisement
Sponsored Links by Taboola