কলকাতা : জ্যোতিষশাস্ত্রে শনিকে গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। শনি জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে। কিছু রাশিচক্র শনিদেবের খুব প্রিয় বলে মনে করা হয়। শনির আশীর্বাদ বিশেষত তাদের উপর বর্ষিত হয় যাঁরা শনির রাশিতে জন্মগ্রহণ করেন। শনিদেবের কৃপায় একজন ব্যক্তি তাঁর জীবনে বিভিন্ন সুবিধা পেতে পারেন।
কোন কোন রাশির জাতকদের উপর শনিদেব দয়ালু ?
বৃষ রাশি - শুক্র গ্রহের রাশি বৃষের প্রতি শনিদেব অত্যন্ত সদয় থাকে। বৃষ রাশির জাতকদের উপর শনির অশুভ প্রভাব খুব কম। এমনকী অন্যান্য গ্রহের অবস্থান প্রতিকূল হলেও, বৃষ রাশির জাতক জাতিকাদের উপর শনির প্রভাব খুব অল্প সময়ের জন্য থাকে।
তুলা রাশি- এই রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের আশীর্বাদ সবসময় থাকে। তুলা রাশিতে শনি উচ্চ অবস্থানে থাকে। তাই শনি থেকে শুভ ফল পান। অন্যদিকে, তুলা রাশির লোকেরা পরিশ্রমী, সৎ এবং দয়ালু হয়। এই কারণেই শনিদেব তাঁদের উপর সন্তুষ্ট হন এবং আশীর্বাদ করেন।
ধনু রাশি- বৃহস্পতির রাশি ধনু রাশিও শনিদেবের খুব প্রিয়। বৃহস্পতি ও শনির নিজেদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। এই কারণেই শনিদেব ধনু রাশির মানুষদেরও বিরক্ত করেন না। এই রাশিতে যদি সাড়ে সাতি চলে, তাতেও শনি তাঁদের খুব একটা কষ্ট দেন না।
মকর রাশি - শনিদেব স্বয়ং এই রাশির অধিপতি। মকর রাশি শনির প্রিয় রাশিগুলির মধ্যে একটি। মকর রাশির জাতকদের উপর শনির কৃপা সবসময় থাকে। এরা খুব পরিশ্রমী এবং উত্সাহী হয়। তাই, মকর রাশির উপর শনির খারাপ নজর সহজে পড়ে না।
কুম্ভ রাশি - মকরের মতই কুম্ভ রাশিরও অধিপতি শনিদেব। তাই এই রাশির উপর শনিদেবের প্রকোপ কম পড়ে। শনির বিশেষ কৃপা মেলায় এই রাশির জাতকদের আর্থিক সমস্যার মুখে পড়তে হয় না।
প্রসঙ্গত, শনি হলেন সূর্য দেবতার পুত্র। তবে দুজনের মধ্যে আদর্শগত পার্থক্যের কারণে কেউ কেউ একে প্রতিকূল মনে করলেও তা নয়। হ্যাঁ, পার্থক্যের কারণে তাদের বিপরীত প্রকৃতি রয়েছে। কারো জন্মপত্রিকায় সূর্য ও শনির সংমিশ্রণ সেই ব্যক্তিকে পণ্ডিত ও আত্মকেন্দ্রিক করে তোলে। এই ধরনের লোকেরা সুখী, দৃঢ়সংকল্প, গুণী এবং দোষ থেকে মুক্ত হয়।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)