শনির কয়েকটি দশা আছে, যার প্রভাবে জীবনে কঠিন সময় আছে। তার মধ্যে শনির মহাদশা, সাড়ে সাতি ও ধাইয়া অন্যতম। শনিদেব মানুষকে তাদের কর্ম অনুসারে ফল প্রদান করেন। শনির ধাইয়া চলে আড়াই বছর।  এই সময়টি অনেকের জন্য বেদনাদায়ক হয়ে ওঠে। শনি কর্মফল অনুসারে মানুষকে প্রভাবিত করেন। 


শনির ধইয়া কী 


শনির ধইয়ার সময়কাল আড়াই বছর। এই সময়ে নানারকম অশুভ ফল পাওয়া যায় কর্মফল অনুসারে। এই সময়টা খুব কষ্টের। কেউ যদি শনির এই প্রভাবে থাকেন, তাহলে তাকে অনেকগুলি  নিয়ম মেনে চলতে হবে। সাবধানে থাকতেও হবে।  তবে শনির ধইয়ার প্রভাব যে সবার উপর একই রকম , একেবারেই সেটা নয় কিন্তু। 


২০১৫ সালে শনি গ্রহের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাশিচক্রের চিহ্নগুলিতে পরিবর্তন হবে। বর্তমানে শনির অক্ষ কর্কট ও বৃশ্চিক রাশির উপর আছে । এই দুটি রাশিই  ২০২৫ সালে শনির ধইয়ার প্রভাব থেকে মুক্তি পাবে। ২০২৫ সালে শনির রাশি পরিবর্তন ঘটবে মার্চের ২৯ তারিখে। শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনির  এই গমন খুবই গুরুত্বপূর্ণ, এর ভিত্তিতে শনির সাড়ে সাতি ও শনির ধইয়া স্থির হয়। এই ট্রানজিটের পর সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাদের উপর শনির ধইয়ার প্রভাব শুরু হবে। এই উভয় রাশিচক্রকে শনির নেতিবাচক প্রভাবের সম্মুখীন হতে হবে। তবে এটা মাথায় রাখতে হবে, এই রাশির সব জাতকদেরই একইরকম কাটবে সময়টা , এমন নয় কিন্তু। কর্মফল অনুসারে ও অন্যান্য গ্রহ নক্ষত্রের প্রভাবের উপর নির্ভর করে বিষয়টি। তবে এই দুই রাশির সকলকেই জ্যোতিষশাস্ত্রবিদদের পরামর্শ,  



  • অর্থ লেনদেনের সময় সতর্ক থাকুন।

  • গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। 

  • কারও ক্ষতি করবেন না, প্রয়োজনে মানুষের সাহায্যে এগিয়ে আসুন এবং সাহায্য করুন।

  • মাংস এবং অ্যালকোহল থেকে যতটা পারবেন  দূরত্ব বজায় রাখুন।

  • কাউকে বিরক্ত করবেন না।

  • স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে, তাই এই সময়ে নিজের যত্ন নিন, অসতর্ক হবেন না। 

    ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

  •