কলকাতা : আশা-আকাঙ্খা নিয়ে শুরু হতে চলেছে আরও একটা বছর। নতুন বছরের দিকে তাকিয়ে কমবেশি সকলেই। কিন্তু, কেমন কাটবে ২০২৫ সাল ? তা নিয়েই এখন চিন্তা। এই সময়ে একাধিক গ্রহ তাদের গতিপথ বদলাতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হতে চলেছে, শনি তার রাশি পরিবর্তন করবে। এর ফলে একাধিক রাশির যেমন দুর্ভোগ শুরু হবে। তেমনি কয়েকটি রাশি হবে লাভবানও। শনি বর্তমানে তার মূল ত্রিভুজ চিহ্ন কুম্ভ রাশিতে রয়েছে এবং আগামী বছর পর্যন্ত সেখানে থাকবে। ২৯ মার্চ, ২০২৫-এ, শনি বৃহস্পতির রাশিচক্রে মীন রাশিতে প্রবেশ করবে এবং ৩ জুন, ২০২৭ সাল পর্যন্ত সেখানে থাকবে। এর ফল পেতে চলেছে কিছু রাশি।
কোন কোন রাশির লাভ ?
বৃষ রাশির জাতকরা শনির রাশি পরিবর্তনে লাভবান হবেন। এই রাশির জাতক জাতিকারা কর্মজীবন ও ব্যবসায় অকল্পনীয় লাভ পাবেন। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সমস্ত বকেয়া কাজ শেষ হবে। বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। বাবার সেবা এবং সম্মান করুন, রাজকীয় আনন্দ উপভোগ করবেন। সম্মান বাড়বে। আপনি পরিশ্রমী হবেন।
তুলা রাশির জাতকরাও শনিদেবের রাশি পরিবর্তনের ফলে লাভবান হবেন। মীন রাশিতে গোচরকালে শনিদেব তুলা রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করেন। এটি তুলা রাশির মানুষকে শত্রুদের ভয় থেকে মুক্ত করে। মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। আদালতে আপনি জিতবেন। শারীরিক সমস্যা থেকেও মুক্তি। এই রাশিতে শনিদেব সবার আগে আসে। তাই তুলা রাশির জাতকরা বিশেষ সুবিধা পান।
মকর রাশির জাতকরা শনিদেবের রাশি পরিবর্তনের ফলে বিশেষ সুবিধা পাবেন। এই রাশির জাতকরা সাড়েসাতি থেকে মুক্তি পান। আত্মবিশ্বাস বাড়বে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে। আপনার আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। নতুন কোনো কাজ শুরু করতে পারেন। সমস্ত খারাপ কাজের সংশোধন হবে। প্রিয়জনের কাছ থেকে সহযোগিতা পাবেন। আপনার মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। আপনার বিনিয়োগ আপনাকে বড় লাভ দেবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।