বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিকে সবচেয়ে নিষ্ঠুর গ্রহ হিসেবে ধরা হয়। শনি সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। তাই শনি প্রায় আড়াই বছর একই রাশিতে থাকেন। শনির সাড়ে সাতি বা ধইয়া চলা মানে, জীবনে পদে পদে সমস্যা , বাধা। সাড়ে সাতি চলে সাড়ে ৭ বছর আর ধইয়া চলে আড়াই বছর। আর ঠিক ১৫ দিন পরেই আসছে একটি বিশেষ মুহূর্ত, শনি তখন গতি পরিবর্তন করবেন। পশ্চাদপদগতি থেকে প্রত্যক্ষ গতিতে আসবেন শনি। আগামী নভেম্বর, সন্ধে ৭ টা ৫১ নাগাদ, শনি কুম্ভ রাশিতে প্রত্যক্ষ হবে। এর ফলে শশ রাজ যোগ তৈরি হবে। এই প্রত্যক্ষ যোগ ৫ টি রাশির ক্ষেত্রে দারুণ ফল নিয়ে আসবে। জেনে নেওয়া যাক সেই রাশিগুলি কী কী ।
মেষ রাশিফলশনির এই প্রত্যক্ষ গতি মেষ রাশির জাতকদের উপর এর প্রভাব ফেলবে। এই সময়ে কর্মজীবনে উল্লেখযোগ্য সাফল্য পাবেন। ব্যবসা থেকে ভাল লাভ পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি হবে। সমাজে এই রাশির জাতক জাতিকাদের সম্মান বৃদ্ধি পাবে। লাভের মুখ দেখতে পাবেন।
কর্কট রাশিফলকর্কট রাশির জাতকরা এই সময়ে আর্থিক সুবিধা পাবেন। সামাজিক উন্নতিও হবে। ব্যবসায়ী শ্রেণীর মানুষরা ইতিবাচক সাড়া পাবেন । কাজের জন্য বিদেশে যেতে হতে পারে। ব্যবসা বা ব্যক্তিগত বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পেতে পারেন। বন্ধুদের সাহায্যে সব কাজ সহজ হয়ে যাবে।
কন্যা রাশিফলকন্যা রাশির জাতকদের জন্য এই সময়টা খুব মসৃণ কাটবে। এই সময়ের মধ্যে, জাতক জাতিকার মনের ইচ্ছা পূরণ হবে। এছাড়াও,কেউ যদি ঋণ নিয়ে থাকেন তবে তা থেকে মুক্তি পাবেন। শুধু আপনার অসুস্থতা সম্পর্কে সতর্ক থাকতে হবে। রোগের কোনও লক্ষণকে অবহেলা করা যাবে না।
মকর রাশিফলমকর রাশির জাতকদের জন্য এই সময়টা খুব ভালো। এই রাশিতে শনির কঠিন দশা শুরু হবে। শীঘ্রই ভাল সুবিধা পাবেন। এই সময়ের মধ্যে আপনার জীবনে নানা ঝামেলা দূর হয়ে যাবে।
কুম্ভ রাশিফলকুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনি গ্রহের এই যাত্রা খুবই উপকারী হবে। এই রাশির জাতকরা অংশীদারিত্ব থেকে ভাল সুবিধা পাবেন। এছাড়াও, জাতক জাতিকারা কর্মক্ষেত্রে কিছু দায়িত্ব পেতে পারেন।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র সূত্রে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে bengali.abplive.com-এর সম্পাদকীয় স্তরে এ ব্যাপারে কোনও মতামত নেই এবং অনুসরণের জন্য এবিপি নেটওয়ার্ক পরামর্শও দেয় না। কোনো তথ্য বা বিশ্বাস বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিন।