দু মাস পরেই নতুন বছর। ২০২৫ নিয়ে অনেকের মধ্যেই আশা প্রত্যাশা। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহগুলির গতিবিধি অনুসারেই নির্ধারিত হয় বিভিন্ন রাশির ভাগ্য। সব গ্রহই একটি নির্দিষ্ট ব্যবধানে একটি রাশি থেকে অন্য রাশিতে স্থানান্তর করে। সব গ্রহের মধ্যে শনি ও বৃহস্পতির গতিবিধি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দুটি গ্রহই অপেক্ষাকৃত ধীর। দীর্ঘকাল একই রাশিতে থাকে।
শনি ও বৃহস্পতি উভয়ই আগামী বছর রাশি পরিবর্তন করবে। বৃহস্পতি প্রতি ১৩ মাসে তার রাশিচক্র পরিবর্তন করে। অন্যদিকে শনি সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। এক রাশিতেই আড়াই বছর থিতু হয়। আগামী বছর শনি ২৯ মার্চ, মীন রাশিতে গোচর করবে। মীন আবার বৃহস্পতির নিজস্ব রাশি। শনি এবং বৃহস্পতি উভয়ের রাশিচক্রে পরিবর্তনের ফলে কারও কারও সৌভাগ্যের সিংহদুয়ার যাবে খুলে। দেখে নেওয়া যাক শনি ও বৃহস্পতি গতির ফলে কোন কোন রাশির কপাল চওড়া হবে।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য সুখের ডালি নিয়ে হাজির হতে পারে ২০২৫। মেষ রাশির জাতকদের জন্য বৃহস্পতি ও শনির রাশি পরিবর্তন খুবই সুফলদায়ী হবে। কর্মজীবনে উন্নতির অনেক সুযোগ হবে। আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা আছে। ব্যবসায় নতুন পরিকল্পনা ফলপ্রসূ হবে। ব্যবসায় নতুন সুযোগ আসবে। লাভ ভালো হবে। নতুন চাকরির সন্ধান পেতে পারেন। সম্পূর্ণ করবেন যেখান থেকে তারা একটি ভাল বেতন পাবেন। দাম্পত্য জীবন মধুর হবে।
মীন রাশি
২০২৫ মীন রাশির জাতকদের জন্য খুব ভাল প্রমাণিত হবে। বৃহস্পতির নিজস্ব রাশি মীন। শনির রাশি পরিবর্তনে মীনের সাড়ে সাতির ২য় পর্যায় শুরু হবে ঠিকই, তবে তার সঙ্গে থাকবে বৃহস্পতির আশীর্বাদ। তার জেরে অনেক বাধা কাটিয়ে উঠতে পারবেন। আর্থিক অবস্থা খুব ভাল হবে। সৌভাগ্যের দরজা খুলতে পারে। চাকরিতে অগ্রগতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
মকর রাশি
২০২৫ সালে শনির রাশি পরিবর্তন হবে। মকর রাশির জাতকরা শনির সাড়ে সাতি থেকে স্বস্তি পাবেন। সুসংবাদ পেতে শুরু করবেন। আর্থিক লাভের সুযোগ হঠাৎ বৃদ্ধি পাবে। বিলাসবহুল জীবনে প্রবেশ করার সময় এখন। বিলাসিতা আসবে জীবনে। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত উচ্চতা পাবেন।
বৃশ্চিক রাশি
২০২৫ সালে শনি-বৃহস্পতির রাশির পরিবর্তন হবে। তার ফলে, সারা বছরই নানাদিক থেকে উপকার মিলবে। এই রাশির জাতকদের উপর যে কোনও নেতিবাচক প্রভাব কম পড়বে। কর্মক্ষেত্রে সাফল্য পাওয়া চলবে। আর্থিক লাভ হবে। ভাল খবর শুনতে পেতে পারেন। ভাগ্যের সমর্থন পাবেন। জমি ও সম্পত্তির ক্ষেত্রেও বড় সুবিধা পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।