এমন কয়েকটি রাশি আছে, যাঁদের উপর সদাই সদয় থাকেন শনি। জীবনে অন্যায় না করলে শনিদেব তাঁদের বড় সমস্যায় পড়তে দেন না।  সর্বদাই কয়েকটি গ্রহ বড়ঠাকুরের আশীর্বাদ পেয়ে থাকেন । সাড়ে সাতির প্রভাবও কম সময়ই স্থায়ী হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে, শনিকে সবচেয়ে ধীর গতিশীল এবং পাপপূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। শনি একটি রাশিতে প্রায় আড়াই বছর থাকে এবং তারপর অন্য রাশিতে চলে যায়। এ কারণে মানুষের জীবনে শনির প্রভাব দীর্ঘকাল থাকে। 


শনিদেব একজন মানুষকে তার কর্মের ভিত্তিতে ফল দেন। শনিদেবকে বিচারকও বলা হয়। শনিদেব ভালো কাজ করলে ভালো ফল দেন এবং খারাপ কাজ করলে খারাপ ফল দেন। শনিদেব যখনই রাশি পরিবর্তন করেন, তখনই তাঁর দশা পরিবর্তন হয়।  কিছু রাশি আছে যাদের উপর শনির অশুভ প্রভাব তেমন ভাবে থাকে না। শনির মহাদশাতেও এঁরা থাকেন সুরক্ষিত। 


কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক জাতিকারা শনিদেবের আশীর্বাদ পান। কুম্ভ রাশিতে সাড়ে সাতি, ধৈয়া বা মহাদশার প্রভাব খুব একটা অশুভ নয়। এই মানুষদের উপর শনিদেবের আশীর্বাদের কারণে তারা জীবনে কখনওই অর্থের অভাব চরম ভাবে অনুভব করেন না।


তুলা রাশি 
তুলা রাশির প্রতি শনিদেব দয়ালু। তুলা রাশির উপর শুভ প্রভাব রয়েছে শনির । শনির বিভিন্ন কঠিন দশা, যেমন সাড়ে সাতিও তুলা রাশির জাতকদের তেমন স্পর্শ করে না।  তুলা রাশির জাতকদের শনি খুব বেশি কষ্ট দেন না। এই রাশির অধিপতি হলেন শুক্রদেব, সে-জন্যই এই রাশির জাতকদের জীবনে শনিদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে।


বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের উপর শনিদেব সর্বদা তার মঙ্গল দৃষ্টি দেন। এই রাশির অধিপতিও শুক্র। এই রাশির জাতক জাতিকারা শনিদেবের খারাপ প্রভাব ভোগ করেন না । আর্থিক অবস্থা ভালো থাকে এবং সুখ, সমৃদ্ধি ও সমৃদ্ধি অর্জিত হয়।


মকর রাশি
মকর রাশি শনিদেবের প্রিয় রাশিগুলির মধ্যে একটি। এই রাশির অধিপতি হলেন স্বয়ং শনিদেব। মকর রাশির জাতকদের শনি সাড়ে সাতিতে খুব একটা কষ্ট দেন না। শনিদেবের পুজো করলে শনির দোষ থেকে মুক্তি পেয়ে যান মকরের জাতকরা ।  


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।