কলকাতা : ধাইয়ার সময় শনিদেব মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেন। শনির ধাইয়া নাম অনুসারে আড়াই বছর চলে। এই সময়টি অনেকের জন্য বেদনাদায়ক তো কারো কারো জন্য শুভ হয়ে ওঠে। অর্থাৎ, এই সময়ে শুভ ও অশুভ ফল প্রাপ্তি হয়। কারো ওপর শনি ধাইয়ার প্রকোপ থাকলে তাঁকে অনেক নিয়ম মেনে চলতে হয়। থাকতে হয় সাবধানেও।
এই সময় কোনও রাশির ওপর শনির ধাইয়া ?
২০২৫ সালে শনির পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেগুলির উপর বর্তমানে শনির ধাইয়া চলছে, সেগুলিরও পরিবর্তন হবে । বর্তমানে শনির ধাইয়া কর্কট ও বৃশ্চিক রাশির উপর চলছে। এই দু'টি রাশিই ২০২৫ সালে শনির প্রভাব থেকে মুক্তি পাবে।
২০২৫ সালে এই রাশির ওপর চলবে শনির ধাইয়া ?
২০২৫ সালে শনির রাশি পরিবর্তন (Saturn Transit) হবে ২৯ মার্চ। শনি কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনির গোচর খুবই গুরুত্বপূর্ণ। এর ভিত্তিতে শনির সাড়েসাতি ও শনির ধাইয়ার মূল্যায়ন করা হয়। ২০২৫ সালে শনি গোচরের পর থেকে সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাদের উপর শনির প্রভাব শুরু হবে। এই দুই রাশিচক্রকে শনির প্রভাবের সম্মুখীন হতে হবে।
শনি ধইয়ার এই বিষয়গুলো থেকে সাবধান-
- আর্থিক লেনদেনের সময় সতর্ক থাকুন।
- গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন।
- কারো ক্ষতি করবেন না, প্রয়োজনে এগিয়ে গিয়ে সাহায্য করুন।
- মাংস ও মদ থেকে দূরত্ব বজায় রাখুন।
- কাউকে বিরক্ত করবেন না।
- স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হতে পারে। তাই এই সময়ে নিজের যত্ন নিন, অসতর্ক হবেন না।
আগামী বছর ২০২৫ সালে মেষ রাশিতে শনির সাড়ে সাতি শুরু হতে চলেছে। ২০২৫ সালে শনির রাশি পরিবর্তন হবে। শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনি ২৯ মার্চ, 2025-এ মীন রাশিতে প্রবেশ করবে। এই দিন থেকে মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।