কলকাতা : জ্যোতিষশাস্ত্রে (Astrology) শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয়। কারণ, তিনি সকলের কর্ম অনুসারে ফল দেন। যেখানে শনিদেবের কৃপা একজন ব্যক্তিকে পদমর্যাদায় রাজা করে, জীবন থেকে সমস্ত কষ্ট এবং দুঃখ দূর করে। একই সাথে এর দুষ্ট দৃষ্টি মানুষকে নিঃস্ব করে তুলতে পারে। সারা জীবন হয়ে ওঠে বিষাদময় ও বেদনাদায়ক। জীবন নরকের মতো হয়ে যায়। 


তাঁর কূদৃষ্টি এড়াতে মানুষ শনিদেবের পূজা করে। তবে মাঝে মাঝে বাড়িতে পুজোর সময় কিছু ভুল হয়ে যায়। এমন অবস্থায় শনিদেব রেগে যান। তাঁর অসন্তুষ্টির কারণে মানুষের জীবন দুঃখ-কষ্টে ভরে যায়। তাই শনিদেবের পুজোর সময় এই ভুলগুলি ভুলেও করা উচিত নয়।


আরও পড়ুন ; বাড়িতে ভুল করেও এই গাছগুলি বসাবেন না, নষ্ট হয়ে যাবে সুখ-সমৃদ্ধি !


বাড়িতে এই জিনিসগুলি রাখবেন না : ধর্মীয় বিশ্বাস যে, শনিদেবের মূর্তি বা ছবি কখনই বাড়িতে রাখা উচিত নয়। এতে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে। কথিত আছে, শনিদেবের চোখে নেতিবাচক প্রভাব রয়েছে। এই কারণে চোখের সামনে কখনোই যাওয়া উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে শনিদেবের বাঁকা চোখ পড়লে তার জীবন নষ্ট হয়ে যায়।


শনিদেবের সামনে প্রদীপ জ্বালাবেন না : নিকটবর্তী মন্দিরে গিয়ে শনিদেবের পুজো করার পরামর্শ দেওয়া হয়। তাঁর পুজো করার সময় সামনে প্রদীপ জ্বালানো উচিত নয়। এর পরিবর্তে পিপল গাছের নীচে প্রদীপ জ্বালালে শনিদেব প্রসন্ন হন।


শনির ধ্যান করুন- আপনি যদি ঘরে শনিদেবের পূজা করতে চান তবে পশ্চিম দিকে বসে শনিদেবের ধ্যান করার সময় মন্ত্রগুলি জপ করুন। 


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)