কলকাতা : শনির সাড়ে সাতি দশা খুবই কষ্ট দেয়। সাড়ে সাতি মানে সাড়ে সাত বছর। যার কপালে সাড়ে সাতির কোপ শুরু হয় তার জন্য খুবই কঠিন হয়ে ওঠে সময়টা। 


প্রতিটি গ্রহ তার নির্দিষ্ট সময়ের পর গতি পরিবর্তন করে। শনি বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং বক্রি চাল চালছে। শীঘ্রই শনির গতিতে পরিবর্তন আসবে এবং বক্রি থেকে মার্গি হয়ে যাবে। ২০২৫ সালে শনির গোচর হবে।


শনির সাড়ে সাতি কী ?


অন্যান্য গ্রহের তুলনায় শনির ট্রানজিট সবচেয়ে বেশি সময় নেয়। শনি একটি রাশিতে প্রায় আড়াই বছর থাকে। ২০২৫ সালে শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনির গোচরের সঙ্গে সঙ্গে একাধিক রাশি শনির সাড়ে সাতি এবং শনি ধাইয়া থেকে স্বস্তি পাবে। অন্যদিকে, কিছু রাশিকে এর প্রভাবের মুখোমুখি হতে হবে। শনির সাড়ে সাতি অবস্থা অন্তত সাত বছর পর্যন্ত থাকে। যখন কোনো রাশিতে শনি সাত বছর পর্যন্ত থাকে, তখন তাকে সাড়ে সাতি বলে। শনির সাড়ে সাতি হয় আড়াই বছরের তিন ধাপে। আসুন জেনে নেওয়া যাক কবে থেকে শনির সাড়ে সাতি মেষ রাশির জাতকদের উপর প্রভাব ফেলতে চলেছে এবং তাদের জন্য ২০২৫ সাল কেমন যাবে।


মেষ রাশিতে শনির সাড়ে সাতি-


২০২৫ সালে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। ২৯ মার্চ ২০২৫ তারিখে শনির ট্রানজিট হচ্ছে। বৃহস্পতি মীন রাশিতে প্রবেশের পর মেষ রাশির জাতক-জাতিকাদের উপর শনির সাড়ে সাতির প্রভাব শুরু হবে। ২০২৮ সাল পর্যন্ত মীন রাশিতে থাকবে শনি। এই কারণে, ২০২৮ সাল পর্যন্ত মেষ রাশিকে সাড়ে সাতির প্রভাবে থাকতে হবে। সেই সময় মকর, কুম্ভ ও মীন রাশিকে শনির সাড়ে সাতির চাপ সহ্য করতে হবে।


২০২৫ সাল কেমন কাটবে মেষ রাশির জাতকদের ?


২০২৫ সালে খুব সাবধানে থাকতে হবে মেষ রাশির জাতকদের। স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। টেনশন করা বন্ধ করতে হবে। টাকা-পয়সা সাবধানে রাখার চেষ্টা করুন। আপনার খরচ বাড়তে পারে। ভেবেচিন্তে ব্যবসায় টাকা বিনিয়োগ করুন। ক্ষতি হতে পারে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে