জ্যোতিষশাস্ত্রে শনিদেবের  মর্যাদা অপরিসীম। শনিকে কর্মের ফল কয়েকটি কিছু রাশি রয়েছে যার উপর শনিদেবের বিশেষ আশীর্বাদ রয়েছে। শনির সাড়ে সাতি ও ধাইয়াতে বিশেষ ধাক্কা খান না এই রাশির জাতকরা। 


বৃষ রাশি 
শুক্রের আপন রাশি হল বৃষ। এই রাশির প্রতি শনিদেব অত্যন্ত সদয়। বৃষ রাশির জাতকদের উপর শনির অশুভ প্রভাব খুব কম। অন্যান্য গ্রহের অবস্থান প্রতিকূল হলেও বৃষ রাশির জাতকদের উপর শনির প্রভাব খুব অল্প সময়ের জন্য থাকে। শনিদেবের কৃপায় এই ব্যক্তিরা জীবনে সুখ, সমৃদ্ধি এবং বৈষয়িক সুবিধা লাভ করেন। সাড়ে সাতি বা ধাইয়াতেও ভাগ্যে বিপর্যয় আসে না এই রাশির। বড় ঠাকুরই রাখেন আগলে। 


তুলা রাশি
তুলা রাশি শনিদেবের প্রিয় রাশিগুলির মধ্যে একটি। এই রাশির জাতকরা  জীবনে ভারসাম্য বজায় রাখতে পারে। এরা শনিদেবের ন্যায়বিচারও পায়। তুলা রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের আশীর্বাদ সবসময় থাকে। তুলা রাশিতে শনি উচ্চপদে অবস্থান করে।  তাই এরা সবসময় শনির কৃপায় ভাল ফল লাভ করে। তুলা রাশির লোকেরা পরিশ্রমী, পরিশ্রমী, সৎ এবং দয়ালু হয়। তাই শনিদেব এদের উপর খুশি থাকেন। তুলা রাশির জাতকরা জীবনে শৃঙ্খলাবদ্ধ ও ন্যায়নিষ্ঠ হলেই শনির কোপ থেকে বেঁচে যান। 


মকর রাশি
শনিদেব নিজেই এই রাশির অধিপতি। মকর রাশি শনির প্রিয় রাশিগুলির মধ্যে একটি। মকর রাশির জাতক জাতিকারা সবসময়ই শনির আশীর্বাদ পান। মকর রাশির জাতকরা স্বভাবে খুব পরিশ্রমী এবং উৎসাহী হয়। এরা প্রতিটি কাজে সাফল্য অর্জন করে। শনির কৃপায় এই ব্যক্তিরা সম্পদ, সম্মান এবং জীবনে সাফল্য পান।


কুম্ভ রাশি 
শনিদেব কুম্ভ রাশির অধিপতি। তাই এই রাশির জাতক জাতিকাদের উপর শনির প্রভাব কম থাকে। শনিদেবের বিশেষ আশীর্বাদের জন্য কুম্ভ রাশির জাতকদের আর্থিক সমস্যায় পড়তে হয় না। এই রাশির জাতকরা জীবনে অনেক সুযোগ পায় এবং লক্ষ্য অর্জনে অব্যর্থ হয়। 


ধনু রাশি 
বৃহস্পতির রাশি ধনু রাশিও শনিদেবের খুব প্রিয়।  বৃহস্পতি ও শনির সুসম্পর্ক রয়েছে। এই জন্যই শনিদেব ধনু রাশির মানুষকেও পীড়া দেন না। এই রাশিতে সাড়ে সাতি ও ধাইয়া  চললেও শনি তাদের খুব একটা কষ্ট দেয় না। 


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।