Shani Vakri 2025: শনি দেবকে ন্যায় ও কর্মের দেবতা বলা হয়।  এই বছর ২৯শে মার্চ, ২০২৫-এ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করেন শনি।  শনি যখন গোচর করেন, তখন এর প্রভাব মানুষের জীবন থেকে সমাজ-রাজনীতি , সব জায়গায় ছড়িয়ে পড়ে । মার্চে শনি দেব কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করেছেন । প্রায় আড়াই বছর এই রাশিতেই থাকবেন গ্রহরাজ। এবার শুরু হবে শনি বক্রী অর্থাৎ উল্টো পথে চলতে শুরু করবেন শনি। জেনে নিই শনি দেব কবে বক্রী হবেন?

শনি গ্রহের বক্রী কয়েকটি রাশির জন্য বেশ লাভজনক।  আবার কিছু রাশির জন্য ক্ষতিও ডেকে আনতে পারে। এই বছর শনি জুলাই মাসে বক্রী হতে চলেছেন। শনি দেব প্রায় ১৩৯ দিন বক্রী পথে চলবেন। শনি দেব বছরে একবার দীর্ঘ সময়ের জন্য বক্রী পথে চলেন।  শনি ১৩ই জুলাই  থেকে ২৮শে নভেম্বর পর্যন্ত  ১৩৮ দিনের জন্য বক্রী হতে চলেছেন।

শনি বক্রী থেকে কোন রাশির লাভ হবে?শনি গ্রহের জ্যোতিষশাস্ত্রে এবং নবগ্রহের মধ্যে বিশেষ স্থান রয়েছে। ভাল কাজ করেন যাঁরা, ন্যায় ও কর্মের পথে থাকেন যাঁরা,  শনি তাঁদের জন্য বড় উপকারী।  শনি খারাপ কাজ করলে শাস্তি দেন।  শনিই একমাত্র এমন গ্রহ, যিনি মানুষের কর্ম অনুসারে ফল দেন, বলে মনে করা হয়। 

তুলা রাশির জাতকদের শনি বক্রীর সময় অনেক লাভ হবে। এমন কোনও কাজ যা বছরের পর বছর ধরে আটকে আছে, এই সময়েসমাধান হয়ে যেতে পারে। আদালত-কাছারি সংক্রান্ত বিষয়ে স্বস্তি আসতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে চলা বিবাদ মিটে যেতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে প্রেম বাড়তে থাকবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। শনি বক্রীর সময় কোনও ভুল করা থেকে বিরত থাকুন। শনিবার শনি চালিশা পাঠ দু'বার করুন। এমনটা করলে শনি দেবের কৃপা হয়। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

তথ্য  - এবিপি নিউজ