জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখনই শনির গতিতে কোনও পরিবর্তন আসে, তখন তা সব রাশির উপর প্রভাব ফেলে। গত ১৩ জুলাই, শনি মীন রাশিতে প্রতিগামী হয়েছেন। ৩০ বছর পর, শনি মীন রাশিতে প্রতিগামী হলেন। ২৮ নভেম্বর ২০২৫ পর্যন্ত এই অবস্থায় থাকবেন। অর্থাৎ ১৩৮ দিন শনি এভাবেই প্রতিগামী থাকবেন বা উল্টো পায়ে হাঁটবেন। এর ফল হতে পারে সুদূপ্রসারী। দেশ-দশ থেকে ব্যক্তিজীবন, শনি বক্রীর ফল যথেষ্ট স্পষ্ট হতে পারে।
জ্যোতিষাচার্য অনীশ ব্যাসের মতে, বর্তমানে শনি মীন রাশিতে অবস্থান করছে। ২০২৫ সালের মার্চ মাসে কুম্ভ রাশি থেকে মীনে এসেছেন শনিদেব। মীন রাশিকে বৃহস্পতির রাশি হিসেবে বিবেচনা করা হয়। গুরু গ্রহে শনির প্রতিগামী হওয়া কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে, জেনে নেওয়া যাক। এমন পরিস্থিতিতে, শনির উল্টো চরণ কয়েকটি রাশির জন্য নেতিবাচক এবং কয়েকটি রাশির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে, এটাই স্বাভাবিক।
গত ১৩ জুলাই সকাল ৭:২৪ মিনিটে শনিদেব মীন রাশিতে প্রতিগামী হয়েছেন। জ্যোতিষচর্চাকারীরা মনে করছেন, মীন রাশি সহ অনেক রাশির জাতকদের জন্যই শনির এই গতি উপকারী হবে। আসুন জেনে নিই আগামী ১৩৮ দিন শনির প্রতিগামী গতির সুফল পাবেন কারা।
বৃশ্চিক রাশি: শনির বিপরীতমুখী গতি এই রাশিতে ধনরাজ যোগ তৈরি করবে। কারণ শনি এই রাশির পঞ্চম ঘরে বিপরীতমুখী অবস্থায় রয়েছে। শনির তৃতীয় দৃষ্টি সপ্তম ঘরে, সপ্তম দৃষ্টি একাদশ ঘরে এবং দশম দৃষ্টি ধন ঘরে অবস্থান করছে, যার কারণে বৃশ্চিক রাশির জাতকদের এই সময়কালে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
মকর রাশি: শনি এই রাশিচক্রের তৃতীয় ঘরে অবস্থান করছে এবং বিপরীতমুখী হওয়ার পরে দ্বিতীয় ঘরের ফল দেবে। এর ফলে, এই রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন এবং কাজের প্রশংসাও হবে। এই সময়ে, কোথাও থেকে আটকে থাকা অর্থও পেতে পারেন।
মীন রাশি: মীন রাশির জাতক জাতিকারা শনির বিপরীতমুখী আচরণের ফলে উপকৃতই হবেন। এই রাশিতেই শনি বিপরীতমুখী। এমন পরিস্থিতিতে, শনি এই রাশির ঊর্ধ্ব অবস্থানে থাকবে। এমন পরিস্থিতিতে, শনির বিপরীতমুখী হওয়ার পরে, সাড়ে সাতির প্রভাব কমে যাবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।