কলকাতা: শনির দশা প্রতিটি ব্যক্তিকে তাঁর জীবদ্দশায় এক না একবার বিপর্যস্ত করে। শনির রাশি পরিবর্তনের সঙ্গে ব্যক্তির জীবনে সাড়েসাতি ও আড়াইয়ের প্রভাব শুরু হয়। বর্তমানে শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে ভ্রমণ করছে। 

Continues below advertisement

এর ফলে কিছু রাশির জাতকদের কোষ্ঠীত শির সাড়েসাতি শুরু হবে, আবার কিছু কিছু রাশির জাতকরা আড়াইয়ের দ্বারা প্রভাবিত হবেন। শনির সাড়েসাতির কারণে ব্যক্তিকে নানান সমস্যার মধ্য দিয়ে সময় কাটাতে হবে।

শনি জন্মছকের দ্বাদশ, প্রথম ও তারপর দ্বিতীয় ঘরে অবস্থান করলে জাতকের সাড়ে সাতি দশা চলে। এই দশা একবার শুরু হলে সাড়ে সাত বছর ধরে চলে। এই সময় জাতকের জীবনে নানা পরিবর্তন দেখা দেয়। বেশিরভাগ সময় এই সব পরিবর্তনে লাভের থেকে ক্ষতি বেশি হয়। সাড়ে সাতির প্রভাবে কেরিয়ারে ওঠা-পড়া দেখা দেয়, শরীর খারাপ হয় এবং আর্থিক সংকট দেখা দেয়।

Continues below advertisement

মিথুন রাশি

কর্মজীবন এবং ব্যবসায় সতর্ক পদক্ষেপ করা উচিত। এই রাশির জাতকদের চাকরি পরিবর্তন করার বিষয়ে ভেবেচিন্তে পা ফেলতে হবে। অন্যের উপর নির্ভর করা বন্ধ করুন, নিজের কাজ নিজেই সম্পন্ন করার চেষ্টা করুন। ভালো সম্পর্ক বজায় রাখতে, এই রাশির জাতকদের কথাবার্তা এবং আচরণে ভদ্রতা ধরে রাখতে হবে ।

সিংহ রাশি

ঝামেলাপূর্ণ হতে পারে। এই রাশির জাতকদের এই সময়ে কাজ খুব সাবধানে করুন। কঠিন সময়ে এই রাশির জাতকরা পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সাহায্য এবং সমর্থন পাবেন। এই সপ্তাহে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। তরুণরা আনন্দে সময় কাটাবন। বিবাহিতদের জীবনে সুখ থাকবে।

বৃশ্চিক রাশি

কর্মজীবন এবং ব্যবসায় মিশ্র ফলাফল পাবেন। এই রাশির জাতকদের কারও কথায় বাড়তি পাত্তা দেওয়া এড়িয়ে চলতে হবে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে পুনর্মিলনে বাধা আসতে পারে। গাড়ি সাবধানে চালান।

মকর রাশি

এই রাশির জাতকদের পরিকল্পিত কাজ সম্পন্ন হবে। জীবনে আসা বাধাগুলো দূর হবে। এটি কেবল কাজের দৃষ্টিকোণ থেকে নয়, পারিবারিক দৃষ্টিকোণ থেকেও এই রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ প্রমাণিত হবে। পরিবারের সদস্যদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল, তার সমাধান হবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।