কলকাতা: জ্যোতিষশাস্ত্রে শনিকে পাপী ও নিষ্ঠুর গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। শনি সব গ্রহের চেয়ে ধীর গতিতে চলে। তিনি কর্মানুসারে মানুষকে ফল দেন, তাই তাঁকে কর্মদাতা বলা হয়। শনির অশুভ প্রভাবে সবাই ভয় পায়। শনির অশুভ প্রভাবের কারণে একজন ব্যক্তি প্রায়শই তার জীবনে অসুবিধার সম্মুখীন হন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।


যে রাশির মধ্য দিয়ে শনি গমন করে এবং সেই রাশির পিছনে এবং সামনের চিহ্নগুলিকে সাড়ে সাত বছরের মুখোমুখি হতে হয়। প্রতিটি রাশিচক্রকে তাদের জীবনে অন্তত একবার সাড়ে সাতটার মুখোমুখি হতে হয়। সাড়েসাতিকে একটি কঠিন সময় বলে মনে করা হয়। ৩০ বছর পর শনির সাড়েসাতি শুরু হবে। নতুন বছর ২০২৫ কেমন কাটতে চলেছে?


২০২৫ সালে, মেষ রাশিতে শনির সাড়ে সাতি পারিবারিক জীবনে প্রভাব ফেলবে। বাড়িতে বিবাদ বাড়তে পারে। ঘরোয়া বিবাদে মানসিক চাপ বাড়বে। বাড়িতে নেতিবাচক শক্তির কারণে মানসিক সমস্যা দেখা দেবে। পরিবারের একাধিক জনের সঙ্গে যে কোনও বিষয়ে বিবাদ হতে পারে।


জুলাই থেকে নভেম্বরের মধ্যে শনিদেব পিছিয়ে গেলে অসুবিধা বাড়তে পারে। এ সময় আর্থিক ক্ষতি হতে পারে। সম্পদের আদান-প্রদান খুব বুদ্ধিমানের সঙ্গে করতে হবে। এছাড়াও, বিনিয়োগ সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। কোনও বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুত্ব সহকারে চিন্তা করুন।


এই রাশির জাতকদের সাবধান হওয়া উচিত


জ্যোতিষশাস্ত্র অনুসারে, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাপ্তাহিক শুরু হওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। চোখের সমস্যা বাড়বে। পায়ে আঘাত লাগতে পারে।


শনি ২০২৫ সালে মীন রাশিতে প্রবেশ করবে। সাড়ে সাতটার প্রথম চরণ শুরু হবে এই রাশিতে। সাড়ে ৭টায় শনির প্রথম দশা মেষ রাশির জাতকদের জন্য অশুভ হবে। এই মানুষদের বিশেষ যত্ন প্রয়োজন। এই রাশির জাতকদের জন্য খরচ বাড়তে পারে। বেতনের চেয়ে খরচ বেশি হতে পারে। বিনিয়োগ করতে গিয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই তাদের সতর্ক হতে হবে।



ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে