কলকাতা : তিশ শাস্ত্র অনুসারে, সূর্য প্রতি মাসে রাশি পরিবর্তন করে। সূর্যকে আত্মবিশ্বাস, সাফল্য, পিতা, গুরু এবং শক্তির ধারক হিসাবে বিবেচনা করা হয়। সূর্যের রাশিচক্রের পরিবর্তন, অর্থাৎ সূর্যের যাত্রার প্রভাব সমস্ত রাশিকে প্রভাবিত করে। পঞ্চাং অনুসারে, মঙ্গলের রাশি পরিবর্তন হতে চলেছে ১৬ অক্টোবর। পরের দিন অর্থাৎ ১৭ অক্টোবর সূর্য শুক্রর রাশি তুলা রাশিতে প্রবেশ করবে। প্রায় এক মাস সূর্য তুলা রাশিতে গমন করবে।


তুলা রাশির প্রধান গ্রহ শুক্র। জ্যোতিষ শাস্ত্রে, শুক্রকে বিলাস, সুখ এবং প্রেমের কারক-গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। শুক্র রাশিতে সূর্যের গমন এই ৫টি রাশির জন্য মর্যাদা, প্রতিপত্তি এবং সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে।


এই রাশিগুলির জন্য সূর্যের ট্রানজিট শুভ হবে-


বৃষ রাশি : তুলা রাশিতে সূর্যের গমন বৃষ রাশির জাতকদের জন্য খুবই শুভ হবে। কারণ বৃষ রাশির অধিপতি শুক্র। বৃষ রাশির জাতকরা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে। প্রতিটি কাজে মিলবে সাফল্য। নতুন চাকরির প্রস্তাব এবং চাকরিতে পদোন্নতি পাওয়া যাবে। ব্যবসায় গতি আসবে। আয় বাড়বে।


সিংহ রাশি : তুলা রাশিতে সূর্যের গমনের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা কর্মজীবনে অনেক সুবিধা পেতে চলেছে। তাদের আটকে থাকা কাজ শেষ হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে প্রত্যাশিত উন্নতি হবে। হঠাৎ কোথাও থেকে টাকা আসতে চলেছে। বৈদেশিক বাণিজ্যে বেশি লাভ হবে।


ধনু রাশি : কেরিয়ার সংক্রান্ত কিছু ভাল খবর পেতে পারেন। চাকরিতে পদোন্নতি বা নতুন কোনও দায়িত্ব পাওয়ার যোগ। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আকস্মিক আর্থিক লাভের যোগ রয়েছে। আটকে থাকা কাজগুলো সম্পন্ন হতে পারে।


মকর রাশি : আটকে থাকা কাজ শেষ হবে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা মিলবে। অর্থলাভের যোগ রয়েছে। মর্যাদা বৃদ্ধি পাবে।


মীন রাশি : ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সময়মতো সব কাজ শেষ হবে। অর্থলাভের যোগ রয়েছে। পদোন্নতি পাওয়ার এবং ভ্রমণে যাওয়ার জোরাল সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন ; দীপাবলির পর গুরুর কৃপা হবে এই রাশিগুলিতে, শুরু হবে সুখ-সমৃদ্ধির


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)