কলকাতা : জ্যোতিষশাস্ত্রে রাশি পরিবর্তন একটি উল্লেখযোগ্য বিষয়। এর প্রভাবে নানা বদল আসলে জীবনে। আগামী ১৬ সেপ্টেম্বর সন্ধে ৭টা ৫২ মিনিটে কন্যা রাশিতে গোচর হবে সূর্যের। ১৬ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক মাস কন্যা রাশিতেই থাকবে সূর্য। সূর্যের এই রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কন্যা ও সিংহ রাশি-সহ ৪ রাশির জাতকদের সোনালি দিন শুরু হতে চলেছে। জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।


কোন কোন রাশির জাতকদের ভাগ্য বদলাতে চলেছে ?


সিংহ রাশি (Singha Rashi)- আপনার রাশির অধিপতি গ্রহ হল সূর্য। এর ট্রানজিট আপনার জন্য শুভ হতে পারে। চাকরিজীবী এবং ব্যবসায়ীরা কর্মজীবনে নতুন সুযোগ পাবেন। আগের চেয়ে আরও উন্নতি হবে। বড় সুবিধা পেতে পারেন। সিনিয়রদের সম্মান করলে লাভ।


বৃশ্চিক রাশি (Brishchik Rashi) - সূর্যের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির জাতকদের জন্য ইতিবাচক পরিবর্তন হবে। ব্যবসায় লাভের সুযোগ পেতে পারেন। বড় অফার বা চুক্তি পেতে পারেন। চাকরিজীবীদের আয় বাড়তে পারে। আরও অনেক সুবিধা পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। অর্থের অভাব দূর হতে পারে।
 
কন্যা রাশি (Kanya Rashi) - সূর্য কন্যায় গোচর করছে। এর প্রভাব আপনাকে কর্মজীবনে এগিয়ে যেতে সাহায্য করতে পারে। মনোবল দৃঢ় হবে এবং আপনি যে কোনও কাজে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করবেন। আপনার মধ্যে আশ্চর্যজনক আত্মবিশ্বাস এবং উদ্দীপনা দৃশ্যমান হবে। দাম্পত্য জীবন ভাল যাবে।


ধনু রাশি (Dhanu Rashi)- এই একমাস ভাগ্য আপনার পক্ষে থাকতে পারে। কাজে সাফল্য পাবেন। চাকরি বা ব্যবসায় লাভের নতুন সুযোগ পাবেন। সূর্য দেবতার কৃপায় আপনার স্বাস্থ্য ভাল থাকবে। 


প্রসঙ্গত, জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাজাকে একটি গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। সূর্য মাঝে মধ্যেই তার চিহ্ন পরিবর্তন করে, যা প্রতিটি রাশির মানুষের জীবনে কোনও না কোনওভাবে প্রভাব ফেলে। এই সময় সূর্যকে নিজের চিহ্নে রাখা হয়। সূর্য তার নিজের রাশিতে থাকায় এর থেকে অনেক গুণ বেশি ফল পাওয়া যাবে। সূর্যের সঙ্গে সঙ্গে নক্ষত্রও সময়ে সময়ে পরিবর্তিত হয়। সূর্য চিহ্নের পরিবর্তন প্রতিটি রাশির চিহ্নের জীবনকে কোনো না কোনোভাবে প্রভাবিত করে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।