Surya Gochar: যেখানে হাত দেন সেখানেই সোনা, সূর্যদেবের প্রিয় এই রাশিরা, সাফল্য চরমে

Surya Gochar 2024: এমন মানুষদের ভাগ্য সবসময় সোনার মতো জ্বলে। কখনও কোনও বিপদে পড়লে সূর্যদেব স্বয়ং তাদের সামনে ঢাল হয়ে দাঁড়ান।

Continues below advertisement

কলকাতা: সূর্য দেবকে গ্রহের রাজা বলে মনে করা হয়। তিনি হলেন সেই দেবতা যিনি সমগ্র বিশ্বকে শক্তি দেন। সূর্য দেবতার আশীর্বাদ সমস্ত রাশির উপর সমানভাবে বর্ষিত হয়, তবে কিছু রাশি রয়েছে যার উপর সূর্য দেবতার বিশেষ স্নেহ রয়েছে। এমন মানুষদের ভাগ্য সবসময় সোনার মতো জ্বলে। কখনও কোনও বিপদে পড়লে সূর্যদেব স্বয়ং তাদের সামনে ঢাল হয়ে দাঁড়ান। জেনে নেওয়া যাক কোন রাশিগুলি সূর্য দেবতার প্রিয়। 

Continues below advertisement

ধনু রাশি

এই রাশির অধিপতি হলেন বৃহস্পতি, যাকে সূর্য দেবতার গুরু বলে মনে করা হয়। অতএব, এই রাশির জাতক জাতিকারা বৃহস্পতি এবং সূর্য উভয়েরই আশীর্বাদপ্রাপ্ত। এই ধরনের লোকেরা প্রচুর অর্থ এবং সম্মান উভয়ই পায়। এই রাশির জাতক জাতিকারা লেখালেখি এবং ব্যবসায় খুব সফল। এই ধরনের লোকেরা তাদের বুদ্ধিমত্তা দিয়ে সৃষ্ট সংকটকে সহজেই সামাল দেয়। 

সিংহ রাশি

এই রাশিচক্রটি সূর্য ঈশ্বরের নিজস্ব চিহ্ন, তাই এই রাশির জাতকরা সূর্য ঈশ্বরের কাছ থেকে অগাধ ভালবাসা পান। তাদের আত্মবিশ্বাস দেখার মতো। আর্থিক সংকট কখনোই এ ধরনের মানুষকে স্পর্শ করে না। এই রাশির জাতকরা নেতৃত্বের গুণে পরিপূর্ণ। এই ধরনের লোকেরা তাদের কর্মজীবনে অনেক সাফল্য অর্জন করে।                                                                        

মেষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের সূর্য দেবতার বিশেষ আশীর্বাদ রয়েছে। এই ধরনের লোকেরা যে কাজই শুরু করে না কেন, তারা তাতে সফলতা অর্জন করে। এই রাশির জাতক জাতিকারা তাদের কাজের ব্যাপারে খুবই সচেতন। এই রাশির লোকেরা উদ্যমী এবং সাহসী হয়। যেকোনো দায়িত্ব পালনের পরই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারা।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

Continues below advertisement
Sponsored Links by Taboola