Surya Grahan 2025 : ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ ঘটবে ২৯ মার্চ। দিনটি শনিবার। তার উপর শনির রাশি পরিবর্তনের দিন।  সূর্যগ্রহণ অনেক রাশির উপর শুভ প্রভাব ফেলবে আবার অনেক রাশিকে রাখবে উদ্বেগে।  চাকরি, কর্মজীবন এবং প্রেমজীবনে সমস্যার শেষ থাকবে না। তবে ব্যক্তিবিশেষে শুভ কর্মফলে মুক্তিও পেতে পারেন ঝঞ্ঝাট থেকে। জেনে নিন কোন কোন রাশির উপর নেতিবাচক প্রভাব আনবে সূর্যগ্রহণ।  কোন কোন রাশিকে সতর্ক থাকতে হবে।


সূর্যগ্রহণের সময়



  • ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ ২৯ মার্চ ২০২৫, তারিখে লাগবে।

  • ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণ দুপুর ২.২০ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যা ৬.১৬ মিনিটে শেষ হবে।

  • গ্রহণের মোট সময়কাল ২.৫৩ মিনিট হবে।


মেষ রাশি (Aries)-
মেষ রাশির উপর সূর্যগ্রহণের প্রভাব পড়বে। এর ফলে মেষ রাশির জাতকরা আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে। কর্মজীবনে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, যার ফলে জাতকরা উদ্বিগ্ন থাকতে পারেন। প্রেমজীবনে বিচ্ছেদ হতে পারে, বিবাহিত দম্পতিরা ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন।


কর্কট রাশি (Cancer)-
কর্কট রাশির জাতকদের বছরের প্রথম সূর্যগ্রহণের পর কর্মজীবনে চ্যালেঞ্জ আসতে পারে। ব্যবসায়ীদের টাকা আটকে যেতে পারে, যার ফলে জাতকরা উদ্বিগ্ন এবং চিন্তিত থাকতে পারেন। অযথা খরচ থেকে নিজেকে দূরে রাখুন। যে কোনও ধরনের বিবাদ থেকে নিজেকে দূরে রাখুন। দাম্পত্য জীবনে মধুরতা ধরে রাখতে সঙ্গীর সঙ্গে ব্যবহার ভাল রাখুন। 


মীন রাশি (Pisces)-
মীন রাশির জাতকদের বছরের প্রথম সূর্যগ্রহণের ফলে সমস্যা আসতে পারে। এই সময় মনকে শান্ত রাখুন । জীবনে শান্তি ধরে রাখতে যোগ ও ধ্যানের সাহায্য নিন। চাকরিতে ঊর্ধ্বতন ও সিনিয়রদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। পরিবারকে সময় দিন। বিবাহের প্রস্তুতি নিচ্ছেন এমন ব্যক্তিদের জন্য এই সময়টা কঠিন হবে। প্রেমজীবনে প্রতিটি পদক্ষেপ সাবধানতার সঙ্গে করুন।  কোনও ধরনের তাড়াহুড়ো করবেন না।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।                                 


আরও পড়ুন  : দোলে চন্দ্রগ্রহণ, মাথা ব্যথার কারণ হবে কোন কোন রাশির