কলকাতা: আগামীকাল ২০ মার্চ। বৃহস্পতিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সহকর্মীদের সঙ্গে ভেবে কথা বলতে হবে। কোনও বিষয়ে উত্তেজনা থাকলে তাও অনেকাংশে দূর হয়ে যাবে। অনেক দিন পর কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে হবে। মন খুশি থাকবে। পড়াশোনায় বিষয়ে অমনোযোগী হওয়া উচিত নয়।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): পরিশ্রমের ফল পাবেন। বাড়ির সংস্কারের পরিকল্পনাও করতে পারেন। কাজের বিষয়ে কারও কাছ থেকে পরামর্শ নিলে তা বাস্তবায়িত করতে হবে। বাড়িতে বসে পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করতে। কর্মক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। অন্য কোনও কাজের প্রস্তাব পেতে পারেন।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): মনোবল বাড়তে পারে। নতুন কাজ করার সুযোগ পাবেন। একের পর এক সুসংবাদ শুনতে পেতে পারেন। বিরোধীদের সঙ্গেও ভাল সম্পর্ক বজায় রাখতে হবে। পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে। নতুন কিছু করার প্রচেষ্টা করতে হবে। কাজে মন দিতে হবে।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): ব্যাঙ্কিং ক্ষেত্রে কর্মরতরা পদোন্নতি হতে পারে। শত্রুদের থেকে সাবধান থাকা উচিত। মনোবলও বাড়বে। পুরনো বিবাদ অনেকাংশে দূর হবে। দীর্ঘদিন ধরে কোনও আইনি বিষয়ে জটিলতা থাকলে তাও কেটে যাবে। সন্তানকে নতুন কোর্সে ভর্তি করার সুযোগ আসবে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): কঠোর পরিশ্রমের দিন হবে। প্রয়োজনীয় কাজ শেষ হবে। বাড়ি, দোকান ইত্যাদি কিনতে পারেন। হারানো টাকা ফেরত পেতে পারেন। আয়ের উৎস বৃদ্ধি পাবে। সুখে পূর্ণ থাকবে ঘরবাড়ি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তোমার কাজে খুশি থাকবে। পদোন্নতি পাওয়ার সম্ভাবনা আছে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। সাবধানতার সঙ্গে কাজ শেষ করতে হবে। অর্থ সম্পর্কিত বিষয়ে গুরুজনদের সঙ্গে পরামর্শ করতে হবে। কিছু কাজের পরিকল্পনা করতে হবে। পরিবারে কোনও বিষয়ে বিরোধের সম্ভাবনা রয়েছে। আপনাকে ধৈর্য এবং সাহসের সঙ্গে কাজ করে যেতে হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন