কলকাতা: আগামীকাল ৫ জুন। বৃহস্পতিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): গ্রহের অবস্থান খুব একটা অনুকূল নয়। ভুল করেও টাকা বিনিয়োগ করবেন না। ক্ষতির সম্মুখীন হতে পারেন। খরচ কোনও কারণে বাড়তে পারে। চাকরির জন্য আবেদন করলে সুখবর পেতে পারেন। খাদ্য সংক্রান্ত সমস্যার কারণে স্বাস্থ্যের অবনতি হতে পারে। আয়ের ভিন্ন পথ দেখতে হবে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): আনন্দে কাটবে দিন। সঙ্গীকে খুশি রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। বিপদে সন্তানদের পাশে পাবেন। সম্পত্তি সম্পর্কিত বিষয়গুলি সাফল্য দেবে। পুরনো কোনও ইচ্ছে পূরণ হতে পারে। দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা করা যেতে পারে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): কোনও ক্ষেত্রে বিশেষ সুবিধার সম্ভাবনা রয়েছে। মনে আনন্দের অনুভূতি থাকবে। পরিবারের ভালোবাসাও পাবেন। পারিবারকে সময় দিতে পারবেন। মাকে উপহার দিতে পারবেন। নতুন বাড়ি কেনার ইচ্ছে থাকলে তা পূরণ হবে। কাজের প্রতিও অবহেলা করবেন না। ম্যানেজমেন্টের পড়ুয়াদের জন্য ভাল সুযোগ।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): আনন্দে কাটবে দিন। বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। ভাইবোনদের কাছ থেকে কিছু ভাল খবর শুনতে পাবেন। কোনও কাজের ভ্রমণ করতে হতে পারে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবে। কোনও বড় সিদ্ধান্তও নেবেন।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): আর্থিক চ্যালেঞ্জ কিছুটা কম হবে। স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেবে। ঋণ হ্রাস পাবে। বিনিয়োগ করার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। কথাবার্তায় কিছুটা তিক্ততাও থাকতে পারে। ব্যবসায় লাভ হবে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): যে কাজই করবেন, তাতে সাফল্য পাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। স্বাস্থ্য ঠিক থাকবে। বিবাহিত জীবন ভালভাবে কাটাবে। ব্যবসার জন্য খুব ভালো হতে চলেছে। বড় লাভের সুযোগ হতে পারে। সরকারি ক্ষেত্র থেকে বড় সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন