এই পর্বে তুলা রাশি থেকে মীন রাশির (Rashiphal Tomorrow) রাশিফল (05-12-2024)।


তুলা রাশির বৃহস্পতিবারের রাশিফল (Tula Rashi Rashifal Tomorrow)


তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য ফলদায়ক হতে চলেছে বৃহস্পতিবার। নতুন বাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। আপনি আপনার বন্ধুদের সঙ্গে মজা করে কিছু সময় কাটাবেন। আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে। আপনার সন্তানদের সঙ্গের দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। আপনি কিছু নতুন কাজে বিনিয়োগ করতে পারেন, যা আপনার জন্য ভাল হবে।


বৃশ্চিক রাশি বৃহস্পতিবারের রাশিফল  (Brishchik Rashi Rashifal Tomorrow)


বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল নাও যেতে পারে কালকের দিন। ঋণের জন্য আবেদন করলে, পেতে সমস্যা হতে পারে। স্ত্রী-র কাছ থেকে আপনার কাছে কিছু অনুরোধ আসতে পারে। যা আপনাকে পূরণ করতে হবে। সন্তানদের সঙ্গে সম্পর্কিত কিছু বিষয়ে আপনার মন চিন্তিত থাকবে। বাবা-মায়ের সেবা করার জন্যও কিছু সময় বের করতে হবে।


ধনু রাশির বৃহস্পতিবারের রাশিফল (Dhanu Rashi Rashifal Tomorrow)


কাল ভারসাম্য রেখে চলতে হবে ধনু রাশির জাতক- জাতিকাদের। স্বেচ্ছাচারী স্বভাব হলে আপনি কিছু সমস্যায় থাকবেন। পারিবারিক বিষয়ে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। কারো কথায় বসে থাকা উচিত নয়, তা না হলে পারস্পরিক সম্পর্ক নষ্ট হতে পারে। আপনার কর্মক্ষেত্রে নতুন কিছু দায়িত্ব পেতে পারেন। আপনার কোনও সহকর্মী কাজে আপনাকে পূর্ণ সহযোগিতা করবেন।


মকর রাশির বৃহস্পতিবারের রাশিফল (Makar Rashi Rashifal Tomorrow)


মকর রাশির জাতক-জাতিকারা ধর্মীয় কাজে খুব আগ্রহী হবেন। যা দেখে খুশির আবহ থাকবে পরিবারে। প্রেমিক-প্রেমিকারা সঙ্গীর কথায় প্রভাবিত হতে পারেন, বড় বিনিয়োগ করতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের ভাল লাভের সম্ভাবনা রয়েছে। পড়াশোনায় আগ্রহী হবেন পড়ুয়ারা, ফলে সহজেই যে কোনও প্রবেশিকা পরীক্ষা পাস করতে পারবেন।


কুম্ভ রাশির বৃহস্পতিবারের রাশিফল (Kumbha Rashi Rashifal Tomorrow)


কুম্ভ রাশির জাতক-জাতিকারা কোনও বিষয় নিয়ে চিন্তিত থাকবেন। আপনার মনের মধ্যে যে বিভ্রান্তি চলছে, তা নিয়ে বাবার সঙ্গে কথা বলতে পারেন। প্রতারিত হতে পারেন ব্যবসায়। তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। আপনার গাড়ি হঠাৎ ভেঙে যাওয়ার কারণে আপনার আর্থিক ব্যয় বাড়তে পারে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন।


মীন রাশির বৃহস্পতিবারের রাশিফল (Meen Rashi Rashifal Tomorrow)


মীন রাশির জাতক-জাতিকাদের আগামীকাল দিনের শুরুটা খারাপ হতে পারে। একসঙ্গে অনেক কাজে লিপ্ত হবেন না, অন্যথায় আপনার উদ্বেগ বাড়বে। আপনাকে আপনার দায়িত্বে অবহেলা করা এড়াতে হবে। খুব ভেবেচিন্তে কথা বলা উচিত, অন্যথায় আপনি যা বলছেন তাতে যাদের উদ্দেশে বলছেন, তাদের খারাপ লাগতে পারে। আপনার আচরণে পরিবর্তন আনুন। কর্মক্ষেত্রে কাজের ব্যাপারে অন্য লোকের সাহায্য নিতে হতে পারে।


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


আরও পড়ুন : লক্ষ্মীবারে কেমন কাটবে পাঁচ রাশির দিন, মেষ থেকে কন্যা - রাশিফল দেখে নিন





ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।