শনি গোচরের পর নতুন সপ্তাহ। রাশির উপর গ্রহ - নক্ষত্রের বিরাট প্রভাব পড়েছে। দেখে নেওয়া যাক কীভাবে প্রভাবিত হয়েছে তুলা থেকে মীন রাশি।  তুলা রাশি, আগামীকালের রাশিফলআগামীকাল আপনার প্রভাব বৃদ্ধি পাবে। যদি  জমি বা তার সঙ্গে জড়িত মামলায় সাফল্য পেতে পারে। আর্থিক বিষয়ে আগামীকাল আপনি লাভবান হবেন। আয় হবে বেশি।  নতুন ব্যবসা শুরু করতে পারেন। কাজের জন্য দিনটি শুভ। দাম্পত্য জীবনে  প্রেম ও পারস্পরিক সহযোগিতা বজায় থাকবে।

বৃশ্চিক রাশি, আগামীকালের রাশিফলআগামীকাল বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্যের ব্যাপারে ঝুঁকিপূর্ণ। শরীর নিয়ে অসাবধানতা এড়িয়ে চলা উচিত। ব্যবসায়  প্রতিদ্বন্দ্বীদের থেকে সতর্ক থাকা প্রয়োজন। কোনও চুক্তি আটকে থাকলে কারও সঙ্গে ততক্ষণ পর্যন্ত কোনও কথা না বলাই ভালো , যতক্ষণ না বিষয়টি চূড়ান্ত হয়।  শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে বাজার বুঝে নিন। নইলে ক্ষতি হতে পারে। প্রেমের জন্য  দিনটি সাধারণ ।  প্রেম থাকবে তবে কোনও কারণে সঙ্গীর সঙ্গে দূরত্বের অনুভূতি হবে।

ধনু রাশি, আগামীকালের রাশিফলআগামীকাল আপনার মনে কোনও বিষয় নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। কোনও অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় থাকবেন।   মানসিক চাপের সম্মুখীন হতে হতে পারে।  জীবনসঙ্গীর সঙ্গে আপনার প্রেম বজায় থাকবে।  ধর্মকর্মের কাজে আপনার আগ্রহ থাকবে।  বড়দের আশীর্বাদ ও স্নেহ পেতে পারেন।   বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন।

মকর রাশি, আগামীকালের রাশিফলমকর রাশির জন্য ব্যবসায় লাভের দিন।  শেয়ার বাজারের সঙ্গে জড়িত কাজ করেন যাঁরা,  তাঁদের জন্য দিনটি ব্যস্ততাপূর্ণ এবং লাভজনক। আপনাকে ভ্রমণে যেতে হতে পারে। আপনার অগ্রগতির পথ খুলে যেতে পারে। ভাল কোনও চুক্তি থেকে আপনি সাফল্য পেতে পারেন। আপনি আপনার বাবা-মা ও ভাইবোনদের কাছ থেকে পুরোপুরি সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে শপিংয়ের পরিকল্পনা করতে পারেন। 

কুম্ভ রাশি, আগামীকালের রাশিফলআগামীকাল  কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ দিন। লাভজনকও। ব্যবসায়  লাভ অর্জন করতে পারবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য ভালো থাকবে।  মনও সন্তুষ্ট থাকবে। পরিবারের মধ্যে চলা মতবিরোধ মিটে যেতে পারে। মানসিক সন্তুষ্টি অনুভব করবেন। কিছু ভালো খবর পাবেন । 

মীন রাশি, আগামীকালের রাশিফলআগামীকাল, দিনটি মীন রাশির জন্য উত্থান-পতনপূর্ণ থাকতে পারে। পরিবারের কোনও ঘনিষ্ঠ সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারে। ব্যবসায়ীদের জন্য  চাপ বাড়তে পারে।  সারাদিন বাজারের উত্থান-পতন চলবে।  সাবধানতার সঙ্গে বিনিয়োগ করুন।  প্রিয় বন্ধুর সঙ্গে কোনও বিষয় নিয়ে বিবাদ হতে পারে। বাক্য সংযত রাখুন। পরিবারে  বড়দের স্বাস্থ্যের যত্ন নিন। তাঁদের আশীর্বাদ নিয়ে নতুন কাজ শুরু করুন। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।