কলকাতা: পরিবারে শান্তি থাকবে? সুখ-সমৃদ্ধি আসবে? এমন প্রশ্ন সারাক্ষণই মনে ঘোরাফেরা করে। এর উত্তর লুকিয়ে রয়েছে বাস্তুশাস্ত্রে। বাস্তুশাস্ত্রের বিশেষজ্ঞরা বলেন, ঘরের বাস্তু ঠিক রয়েছে কিনা তার উপরই নির্ভর করে ঘরে শান্তি-সমৃদ্ধি আসবে কিনা। আর কদিন পরেই শুরু হতে চলেছে ২০২৩ সাল। নতুন বছরে কি সুখ-সমৃদ্ধি আসবে? বিশেষজ্ঞরা বলছেন ঘরের বাস্তুর দিকে নজর রাখতে হবে।  

বাস্তুশাস্ত্রের একটি বড় বিষয় জড়িয়ে থাকে দরজার সঙ্গে। দরজা ঠিক জায়গায় রয়েছে কিনা তার উপর নির্ভর করে অনেককিছুই। ওই বাড়িতে থাকা বাসিন্দাদের জীবনেও প্রভাব পড়ে। বাড়িতে ঢোকার দরজার মুখোমুখি ঘরের দরজা থাকলে তা সবচেয়ে ভাল। যদি সেটা সম্ভব না হয়, তাহলে আরও একটা উপায় রয়েছে। তাহলে মূল দরজার ঘড়ির কাঁটার দিকে গিয়ে বা ডান দিকে ঘরে ঢোকার দরজা ভাল। ঘড়ির কাঁটার উল্টোদিকে বা বাম দিক থেকে মূল দরজায় ঢোকার ব্য়বস্থা থাকলে বাস্তুশাস্ত্র অনুযায়ী তা একেবারেই ভাল নয়। 

তুলসি গাছ: বাড়ির দরজার সামনে তুলসি গাছ রাখুন। তুলসি শরীর ও মন ভাল রাখতে ভীষণই উপযোগী। কোনও জায়গায় তুলসি গাছ পোঁতার আগে সেই জায়গাটা ভাল করে পরিষ্কার করে নেবেন। বাড়িতে নেগেটিভ এনার্জি ধ্বংস করতে পারে তুলসি।

জল ভর্তি কলসি: ঘরের দরজার সামনে জল ভর্তি কলসি রাখা শুভ বলে গণ্য করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের শক্তি কলসেই থাকে। যখন পুজোর সময় কলস স্থাপন করা হয়, তখন বলা হয় দেবীর শক্তিও সেই কলসেই স্থাপিত হয়।

স্বস্তিক চিহ্ণ: ঘরের বা বাড়ির দরজার সামনে স্বস্তিক চিহ্ন খুব পবিত্র বলে গণ্য করা হয়। বলা হয়েঠে থাকে এই চিহ্ন সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক। রোগ নাশ, শোক নাশ ও শত্রু নাশের জন্যও স্বস্তিক চিহ্ন প্রয়োজনীয়।

মালা: হিন্দুধর্মে ফুলের মালার গুরত্ব অপরিসীম। বিশ্বাস করা হয়, ভালবাসা, শ্রদ্ধা এবং পবিত্রতার চিহ্ন হচ্ছে ফুলের মালা। বাড়ির দরজার সামনে ফুলের মালা ঝোলানোর রেওয়াজ রয়েছে। 

ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন। আরও পড়ুন: মানুষের দুর্দিনে পাশে থাকেন এই রাশির জাতক-জাতিকারা, বিশ্বাস করতে পারেন চোখ বন্ধ করে !