Vastu Tips : অর্থ , সমৃদ্ধি , কে না চায় ! লক্ষ্মীবারে সকলেই কিছু না কিছু করে থাকেন।  প্রাচীন হিন্দু শাস্ত্র অনুসারে,  আপনার  আলমারি বা সিন্দুক রাখার একটি পয়মন্ত দিক আছে। ভুল জায়গায় আলমারি বা সিন্দুক রাখলে সমস্যা ঘনিয়ে আসতে পারে। তাতে করে আর্থিক সম্পদ বহুগুণ হ্রাস পেতে পারে।


বাস্তুশাস্ত্রবিদরা বলছেন  লকার রাখার সঠিক দিক জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সিন্দুক ঠিক জায়গায় না রাখা হয়, তাহলে চুরির আশঙ্কা বাড়তে পারে।


আপনার বাড়িতে সিন্দুক রাখার সঠিক জায়গা বের করুন 



  • বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে অর্থ সঞ্চয়ের জন্য নিরাপদ।  লকারের দরজা উত্তর মুখী হওয়া উচিত। কুবের সম্পদের দেবতা। সিন্দুক স্থাপনের সময় মহালক্ষ্মীর সঙ্গে সঙ্গে কুবেরের  পুজোও করা উচিত। 

  • পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন । ঘরে সম্পদ ধরে রাখতে পরিচ্ছন্ন রাখুন চারিদিক। আলমারিতে ধুলো জমতে দেবেন না।

  • কোথায় সিন্দুক রাখবেন না : বাস্তুশাস্ত্র অনুসারে, আপনার বাড়িতে বা অফিসে কখনও একটি তীব্র আলোর নিচে নগদ বাক্স বা সিন্দুক  রাখবেন না, কারণ তা লক্ষ্মীকে চঞ্চলা করে তোলে বলে মনে করেন বাস্তুশাস্ত্রবিদরা। এতে করে নেতিবাচক শক্তি প্রবাহিত হবে। 

  • কালার থেরাপি : লকারে কোনও মূল্যবান জিনিসপত্র ভিতরে রাখার আগে, একটি লাল চেলি বা কাপড় রাখুন।  লাল কাপড়টি মা লক্ষ্মীর পায়ে ছুঁইয়ে দিন। সেই সঙ্গে যদি একটি হলুদ কাপড় রাখেন, তাহলে চুম্বক টানে টানবে অর্থকে। 

  • দৈনিক আচার: দিনে অন্তত একবার লকারের চারপাশে মন্দিরের ঘণ্টা এবং হালকা ধূপ বাজানো উচিত যাতে ইতিবাচক প্রবাহ সঞ্চালিত হয় । ব্যবসায়ীরা তো এমনটা করেই থাকেন। তবে আপনার বাড়িতেও রোজ আলমারি বা সিন্দুকে ধুপ ধুনো দেখানো অভ্যেস করুন।                  

    কী কী রাখবেন আলমারিতে 


  • কী থাকবে আলমারিতে:


    বাস্তুশাস্ত্র অনুযায়ী, আলমারিতে রাখতে হবে ঐশ্বর্য বৃদ্ধি যন্ত্র। আলমারি বা সেখানকার ভল্টে এটি রাখতে পারেন। পুরোহিতের পরামর্শে নিয়ম মেনে এটিকে পুজো করে একটি পরিষ্কার লাল কাপড়ে রেখে আলমারির মধ্যে তুলে রাখতে পারেন। এতে অর্থের আগমন বজায় থাকবে। সুপারি, নারকেল: হিন্দুধর্মে নারকেল দেবী লক্ষ্মীর প্রতীক এবং সুপারি ভগবান গণেশের প্রতীক হিসেবে ধরা হয়। ফলে এই দুটি জিনিস আলমারিতে যেখানে টাকা রাখা হয়, সেখানে রেখে দিলে ভাল ফল দেবে। হিন্দুধর্ম শাস্ত্রে ভূর্জপত্র অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত হয়। প্রথমে একটি নিটোল গড়নের ভূর্জপত্র নিতে হবে। তারপর একটি পাত্রে গঙ্গাজল নিয়ে সেখানে সামান্য লালচন্দন ফেলে দিতে হবে। সেটা গুলে নিয়ে ময়ূরের পালক দিয়ে ভূর্জপত্রে 'শ্রী' লিখে রাখুন। তারপর সেটা ভল্টে তুলে রাখুন।  হিন্দুধর্মে তেঁতুলকে পবিত্র বলে ধরা হয়। একতাল তেঁতুল নিন, তাতে একটা রুপো, একটা তামার কয়েন রাখুন। তারপর গোটা মণ্ডটিকে হলুদ রঙের কাপড়ে মুখে রাখুন। বলা হয়ে থাকে এমন করলে সুখ-সমৃদ্ধি আসে।


    ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।