কলকাতা: ভারতীয় সংস্কৃতিতে তুলসি গাছের আলাদা মর্যাদা রয়েছে। শুভ এবং পবিত্র প্রতীক হিসেবে বাড়িতে তুলসি গাছ রাখা হয়। গৃহস্থ বাড়িতে আলাদা তুলসি মঞ্চও থাকে। দেবী লক্ষ্মীর মতো মর্যাদা দেওয়া হয় তুলসিকে। বাস্তুশাস্ত্র বলে, অর্থের টানাটানি হলে, স্বাস্থ্যহানির মতো ঘটনা ঘটলে তুলসিকে পুজো করলে বিপদ মুক্ত হওয়া যায়। কিন্তু তার আগে জানা প্রয়োজন তুলসি গাছ বাড়িতে রাখার নিয়ম কী। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র এই নিয়ে কী বলছে।
বাড়িতে যদি তুলসি গাছ না থাকে, তাহলে তা বসাতে পারেন। বাড়িতে তুলসি গাছ লাগানোর সবচেয়ে ভাল সময় হচ্ছে কার্তিক। বলা হয়ে থাকে কার্তিক মাসে বাড়়িতে তুলসি গাছ লাগালে ঘরে লক্ষ্মী আসে।
ঘরের কোনদিকে রাখবেন তুলসি গাছ?
জ্যোতিষশাস্ত্র অনুয়ায়ী কার্তিক মাসের যে কোনও বৃহস্পতিবার বাড়িতে তুলসি গাছ আনা যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির উত্তর বা উত্তর- পূর্ব দিকে তুলসি গাছ রাখতে হবে। তাহলেই ফল মিলবে। বাগান না থাকলেও সমস্যা নেই। বারান্দা বা জানলাতেও তুলসি গাছ রাখা যায়। সেক্ষেত্রেও দিক-নির্দেশ মেনেই রাখতে হবে। কখনও ভুল করেও ঘরের দক্ষিণ দিকে তুলসি গাছ রাখা যাবে না। ওই দিকে তুলসি গাছ থাকলে প্রবল আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঘরের এমন কোনও জায়গায় তুলসি গাছ রাখা যাবে না যেখানে ময়লা-আবর্জনা ফেলা হয়, জুতো রাখা হয়।
তুলসিকে সিঁদুর দেওয়া যায় কিনা তা নিয়ে নানা তর্কবিতর্ক রয়েছে। তবে বাস্তুশাস্ত্র অনুয়ায়ী তুলসিকে সিঁদুর দেওয়া যায়। সবসময় তুলসি গাছ মাটির পাত্র বা মাটির তৈরি টবে রাখতে হবে। প্রতিদিন তুলসি পুজো করতে হবে। কিন্তু সন্ধের পর তুলসি গাছ ছোঁয়া যাবে না। একাদশী, রবিবার, চন্দ্র ও সূর্য গ্রহণের সময়েও তুলসি গাছ ছোঁয়া যাবে না। জলের পাশাপাশি দুধও অর্পণ করা যায় তুলসিকে। প্রতিদিন তুলসিকে ঘিরে প্রদক্ষিণ করে জল অর্পণ করতে হয়। প্রথমে সূর্যের উদ্দেশে তারপরে তুলসির উদ্দেশে জল অর্পণ করতে হবে। ঘরে একাধিক তুলসি গাছ থাকলে বিজোড় সংখ্যায় হতে হবে। ঘরে তুলসি গাছ রাখলে আশপাশ খুব পরিষ্কার করে রাখতে হবে। কখনও অপরিষ্কার হাতে তুলসি গাছ ছোঁয়া যাবে না।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
আরও পড়ুন: ৭০০ বছর পর তৈরি হচ্ছে পঞ্চমহাযোগ, গ্রহের অবস্থান বদলে ৩ রাশির ভাগ্য উজ্জ্বল