শীঘ্রই শুরু হতে চলেছে নতুন বছর। ২০২৬। নতুন বছরে নতুন আশা-আকাঙ্খা। কেমন কাটবে আগামী বছরটা ? অর্থ, পরিবার, সম্পর্ক, স্বাস্থ্য, শিক্ষা... বিভিন্ন ক্ষেত্রে কী রয়েছে ভাগ্যে ? এনিয়ে আগাম আভাস থাকলে, পথ চলতে অনেক সুবিধা হয়। সমস্যার সময়ে নিজেদের সতর্ক রাখা যায়। আর ভাল সময় চললে তো কথাই নেই। সেই লক্ষ্যে, ১২ রাশির ২০২৬ কেমন যাবে তা নিয়ে জ্যোতিষ-গণনা করে এবিপি লাইভকে জানিয়েছেন অ্যাস্ট্রো শর্মিষ্ঠা। এই প্রতিবেদনে দেখে নেব, ২০২৬ সালটা কেমন কাটবে কন্যা রাশির জাতকদের ?

Continues below advertisement

কন্যা রাশির আর্থিক জীবন- ২০২৬ সালটা কন্যা রাশির জাতকদের ভাল কাটবে। অনেকদিন ধরে টাকা-পয়সা আটকে থাকলে বা কেউ আপনার কাছে ধার নিয়ে থাকলে, এবার কিছুটা ফেরত পেতে পারেন। পুরোটা হয়তো পাওয়া যাবে না। এমন কোনও প্রোজেক্ট এতদিন ধরে আসব আসব করেও আসছিল না, তা এবার হাতে আসতে পারে। তবে, খুব তাড়াতাড়ি সবকিছু হবে এমনটা নয়। কারণ, শনি সাত নম্বর ঘর থেকে আপনার রাশিকে দেখছে। আপনার চন্দ্রমাকে দেখছে। ব্যাপারটা অনেকটা হবে, 'Slow but Steady'. ছোট ছোট ব্যাপারে আপনি একটু ভয় পাবেন। কারণ, শনি যখন চন্দ্রমাকে দেখে, তখন একটু ভয়-ভীতির পরিস্থিতি নিয়ে আসে। ছোটখাট ব্যাপারে একটু নিরাপত্তাহীনতা দেখা দিতে পারে। কিন্তু, ২০২৬-টা ইতিবাচকভাবেই চলবে। এছাড়া, যে বিষয়ে জ্ঞান আছে, সেখানে টাকা-পয়সা বিনিয়োগ করা উচিত ২০২৬-এ। অভিজ্ঞতা না থাকলে সেই জায়গায় যাবেন না। কাজের জন্য কোথাও যেতে হলে, যাওয়া উচিত। তাতে নতুন দরজা খুলে যেতে পারে।

কন্যা রাশির সম্পর্ক - যাদের বিয়ে নিয়ে এতদিন বাড়িতে চর্চা চলছিল, তাদের এবার সময়টা ভাল। ডবল ট্রানজিট অর্থাৎ, ২টি বড় গ্রহ যখন আপনার বিয়ের ঘরকে দেখবে বা বসে আছে, তখন সেই ব্যাপারটা অ্যাক্টিভেট হবে। অর্থাৎ, বিয়ের সম্ভাবনা রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে যদি দীর্ঘদিন ধরে সমস্যা চলতে থাকে, এবছর একটা দফারফা হয়ে যেতে পারে। হয় সেটা ইতিবাচক, অথবা নেতিবাচক। অর্থাৎ, বরাবরের জন্য সমস্যা কেটে যেতে পারে বা বরাবরের জন্য আলাদা হয়ে যেতে পারেন। যাদের মনোমালিন্য চলছিল, তাদের ২০২৬ একটা সমাধান দেবে। 

Continues below advertisement

কন্যা রাশির স্বাস্থ্য -  খেয়াল রাখতে হবে, চিকিৎসাটা কতটা ঠিক হচ্ছে। যখন রাহু ৬ নম্বর ঘরে আসে, তখন এক সমস্যার অন্য চিকিৎসা হতে পারে। মানে, ঠিকঠাক শনাক্তই করা যাচ্ছে না। ভুলভাল ওষুধ খাওয়া হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে রোগ যদি একটু বড় হয়, তাহলে দ্বিতীয় কোনও চিকিৎসকের মতামত নেওয়া উচিত। নিজে থেকে কোনও ডাক্তারি করতে যাবেন না। ৬ নম্বর ঘরে রাহুল এলে ভুলভাল চিকিৎসা করিয়ে দেয়। রোগ হলে ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করান।

কন্যা রাশির পরিবার- শনিকে সন্তুষ্ট করতে হবে। বাড়ির বড়দের সঙ্গে সময় কাটান। তাঁদের কী দরকার, কী দরকার নয় বা তাঁদের সেবা করতে হবে। যদি সময় থাকে বৃদ্ধাশ্রমে যান। সেখানকার আবাসিকদের সঙ্গে নিজের লোকের মতো ব্যবহার করুন। এতে শনিদেব অত্যন্ত সন্তুষ্ট হবেন।

কন্যা রাশির শিক্ষা - যারা উচ্চশিক্ষা করছেন, তাঁরা 'Slow but Steady' এগিয়ে যাবেন। পড়াশোনার পাশাপাশি কোনও পার্ট-টাইম কাজ করতে চাইলে তার সুযোগ আসতে পারে। ইন্টার্নশিপের সুযোগ আসতে পারে। কিন্তু, আসল পড়াশোনাটা একটু ধীর গতিতে এগোবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।