কলকাতা: হিন্দু ধর্মমতে, যে কোনও শুভ কাজের আগে সব বাধা কাটাতে ভগবান গণেশের পুজো করা হয়। বুধবার দিনটি ভগবান গণেশকে উৎসর্গ করা হয়। হিন্দুধর্ম মতে বিশ্বাস, ভগবান গণেশ তাঁর ভক্তদের সমস্ত বাধা-বিপত্তি দূর করেন। সেই কারণে তাঁকে বিঘ্নহন্তাও বলা হয়ে থাকে। আজ, ১৩ জুলাই বুধবার গুরুপূর্ণিমাও পড়েছে। ফলে সব মিলিয়ে অত্যন্ত শুভ এই দিন। জ্যোতিষশাস্ত্র মতে বুধবার সবুজ মুগ দান করলে কখনও অর্থ ও খাদ্যশস্যের অভাব হয় না।

  


বুধে সমস্যা:
যদি কোনও ব্যক্তির বুধ গ্রহে সমস্যা থাকে, তবে তিনি সবুজ মুগ (Green Moong) ব্যবহার করতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে বুধ গ্রহে সমস্যা থাকে, তাহলে বুধবার সবুজ মুগের ব্যবহার করতে হবে।


সবুজ মুগে প্রতিকার:
বুধবার চালের (Rice) সঙ্গে সবুজ মুগ মিশিয়ে দান করলে বিশেষ কৃপা মেলে। এই দিনা বাড়িতে সবুজ মুগ খাওয়া যেতে পারে। বুধবার,  অঙ্কুরিত সবুজ মুগ করে পাখিদের খাওয়ালে ভগবান গণেশ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় বর্ষিত হয়। কোনও ব্যক্তির বুধ গ্রহে সমস্যা থাকলে তাঁর বুধবার সবুজ মুগ দান করা উচিত। যে কোনও দরিদ্র মানুষ বা মন্দিরে সবুজ মুগ দান করলে বুধ গ্রহের দোষ কেটে যেতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস। চাকরি, ব্যবসা বা পরিবার সংক্রান্ত যে কোনও সমস্যার জন্যই এই পদক্ষেপ করতে পারেন।


গণেশ পুজোয় দূর্বা:
হিন্দুধর্মে বিশ্বাস যে সবুজ রঙ ভগবান গণেশের (Lord Ganesh) ভীষণ প্রিয়। বুধবার ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলুন। তারপর গণেশ মন্দিরে যান। দূর্বা ভগবান গণেশের খুব প্রিয়। দূর্বা দিয়ে পুজো দিতে পারেন গণেশকে। তাতে শীঘ্রই আপনি শুভ ফল পাবেন। যেহেতু সবুজ রঙ ভগবান গণেশের খুব প্রিয়, তাই বুধবার সবুজ রঙের পোশাক পরলে ভগবান গণেশের কৃপা পেতে পারেন আপনি।


আরও পড়ুন: অর্থ সঙ্কট থাকবে না, কেটে যাবে বিয়ের বাধাও, কী করবেন গুরু পূর্ণিমায়?