কলকাতা: কেমন কাটবে আগামী সপ্তাহ ? ভাগ্যচক্র কী বলছে? দেখে নিন এই সপ্তাহের রাশিফল ।
মেষ রাশি- সুখের খোঁজের কঠোর পরিশ্রম করবেন। যদিও এসপ্তাহে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হবে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে, মেন্টরের পরামর্শ নিন। রিয়েল এস্টেটে বিনিয়োগ করবেন না। মায়ের চিকিৎসার প্রয়োজন।
বৃষ রাশি- চলতি সপ্তাহে বিভিন্ন কাজে চেষ্টা করার পরিবর্তে, শুধুমাত্র যেটা প্রয়োজন তাতে মনোনিবেশ করুন। প্রতিশ্রুতি দেবেন না। কারণ, তা রাখতে পারবেন না। কাজে ভুল হবে। আর্থিকভাবে সপ্তাহটা ভাল থাকবে। আয় বাড়ানোর একাধিক সুযোগ আসবে। গলা সংক্রান্ত সংক্রমণে নজর দিন।
মিথুন রাশি- এ সপ্তাহে একটু বিরক্ত থাকতে পারেন। তাতে মানসিক চাপ বাড়বে। কেরিয়ারের ক্ষেত্রে অকারণ দেরি করবেন না। সময়ে কাজ শেষ করুন। শুধুমাত্র তখনই, সিনিয়রদের কাছে সম্মান পাবেন। অপ্রত্যাশিত কারও আগমনে পরিবারের পরিবেশ বিঘ্নিত হতে পারে।
কর্কট রাশি - এ সপ্তাহে উৎসাহ সামান্য কম থাকতে পারে। কাজের প্রচুর চাপ থাকবে। অগ্রাধিকার অনুযায়ী কাজ করুন। দ্রুত লাভের আশ্বাস থেকে দূরে থাকুন। মেজাজগত কারণে স্বামী-স্ত্রীর সম্পর্কে অবনতি। চোখ এবং মূত্রে সংক্রমণ সংক্রান্ত সমস্যায় নজর দিন।
সিংহ রাশি - যে কোনও বিষয় ধৈর্য্য ধরে সমাধানের চেষ্টা করুন। এ সপ্তাহে সন্তানের স্বাস্থ্যের অতিরিক্ত যত্ন নিতে হবে। বাড়ি থেকে দূরে থাকলে একাকিত্ব অনুভব করবেন। বুক ও ফুসফুস সংক্রান্ত সমস্যা এড়িয়ে গেলে চলবে না।
কন্যা রাশি - এ সপ্তাহে প্রচুর উৎসাহ থাকবে। সামাজিক ও সক্রিয় থাকলে আনন্দে থাকবেন। বৃদ্ধির সম্ভাবনা। রিল্যাক্স করার মেজাজে থাকবেন। তাই পরিবারকে নিয়ে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। শরীর চর্চার জন্য কিছু সময় বের করার চেষ্টা করুন।
তুলা রাশি- এ সপ্তাহটা ব্যস্ততায় কাটবে। অনেক অসমাপ্ত কাজ থাকবে। সেগুলি শেষ করার জন্য মনোযোগ বাড়াতে হবে। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। অতিরিক্ত কাজের জন্য পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হবে না। ছাত্রদের পক্ষে সময়টা ভাল। চোখ ও কানের সংক্রমণ থেকে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি- মানসিক শান্তি থাকবে। শিক্ষা ও শেখার মধ্যে নিজেকে নিযুক্ত রাখবেন। কোনও বিনিয়োগে যাবেন না। অর্থ হারাতে পারেন। মেজাজের সমস্যার কারণে সঙ্গীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। পরিবারে ভাল সময় কাটবে।
ধনু রাশি-চাকরি বদলের সম্ভাবনা আছে। নতুন অফার পেতে পারেন। পরিবারে কোনও বিষয়ে দ্বন্দ্ব থাকতে পারে। যা বাড়ির পরিবেশকে চাপে রাখবে। হজম সংক্রান্ত সমস্যা কেটে যাবে।
মকর রাশি-এ সপ্তাহে নতুন বন্ধু হতে পারে এবং যোগাযোগ স্থাপন হতে পারে। যা আপনাকে সামজাকিভাবে সক্রিয় রাখবে। নতুন প্রকল্পে বিনিয়োগের পক্ষে ভাল সময়। কারও কাছে টাকা ধার নেবেন না। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন।
কুম্ভ রাশি- এ সপ্তাহে কঠোর পরিশ্রম করতে সক্ষম হবেন। উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ শেষ করতে চাইবেন। কোনও ডকুমেন্টে সই করার আগে ভাল করে পড়ে নিন। ছাত্রদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। এ সপ্তাহে আঘাত পেতে পারেন।
মীন রাশি- এ সপ্তাহে একটু ধীরে চলুন। কাজের মনোনিবেশন করতে সমস্যা হতে পারে। সপ্তাহের দ্বিতীয়ভাগে আপনার ভাগ্য ভাল হতে পারে। ঋণ শোধ করতে সক্ষম হবেন। তুচ্ছ কারণে পরিবারের সদস্যের সঙ্গে বাদানুবাদ, বাড়ির পরিবেশ অস্বস্তিকর করে তুলতে পারে।