মিলান: গত মরসুমেই বহু বছর পর ইতালিয়ান সিরি এ খেতাব এসেছিল এসি মিলানের (AC Milan) ঘরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে নতুন মরসুমের আগে গত বছরের থেকে বেশ কিছু বদল ঘটেছিল। তবে শুরুটা বেশ দাপুটে জয় দিয়েই করল মিলান। ৪-২ স্কোরলাইনে উডিনেজেকে হারাল তারা।


ম্যাচের শুরুটা কিন্তু একেবারেই মন মতো করেনি মিলান। মাত্র দুই মিনিটের মাথায় রড্রিগো বেকাও উডিনেজেকে ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে দেন। তবে ভিএআরের সহায়তায় নয় মিনিট পরেই পেনাল্টি পায় মিলান। সেই পেনাল্টি থেকে লেফট-ব্যাক থিও হার্নান্ডেজ গোল করে মিলানকে সমতায় ফেরান। তার তিন মিনিট পরেই ম্যাচে লিডও নিয়ে নেয় মিলান, সৌজন্যে আন্তে রেবিচ। দারুণ ফিনিশিংয়ের উদাহরণ দিয়ে তিনি মিলানের দ্বিতীয় গোলটি করেন। 


প্রথমার্ধে পিছিয়ে পড়েও উডিনেজে লড়াই চালিয়ে যায় এবং ম্য়াচে রোমাঞ্চের কিন্তু কোনও অভাব হয়নি। প্রথমার্ধ শেষ হওয়ার আগে লড়াইয়ের প্রতিদানও পেয়ে যায় উডিনেজে। অ্যাডাম মাসিনা ডাইভ করে দুরন্ত হেডারে উডিনেজের হয়ে স্কোর ২-২ করেন। তবে মিনিটের ব্যবধানে ভাগ্য যে সম্পূর্ণ বদলে যায়, এই ম্যাচে মাসিনা তার একবারে যোগ্য উদাহরণ। দ্বিতীয়ার্ধের শুরুতেই থিওর পাস ভুল করে ক্লিয়ার করতে গিয়ে তিনি ব্রাহিম ডিয়াজের দিকে বাড়িয়ে দেন। কার্যত ফাঁকা গোলে ট্যাপ-ইন করে মিলানকে পুনরায় ম্য়াচে এগিয়ে দিতে কোনও ভুল করেননি ডিয়াজ।


ডিয়াজ দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফর্ম করেন। তাঁর নাছোড় মনোভাবের জেরেই মিলান চতুর্থ গোলটিও পায়। ৬৮ মিনিটে রবার্তো পেরেইরা ওপর চাপ সৃষ্টি করে উডিনেজের গোলের কাছেই বল ছিনিয়ে নেন ডিয়াজ। তারপর তাঁর বাড়ানো লো পাস থেকেই রেবিচ ম্যাচে নিজের দ্বিতীয় এবং মিলানের চতুর্থ গোলটি করেন। এই গোলের পরেই মিলানের জয় কার্যত সুনিশ্চিত হয়ে যায়। ম্যাচের ফলাফল মিলানের পক্ষে ৪-২ হলেও, উডিনেজে কিন্তু ফলাফলের থেকে অনেক ভাল পারফর্ম করেছে এই ম্যাচে।


জয় পেল ইন্টার, আটালান্টা


মিলানের পরের ম্যাচ আটালান্টার (Atalanta) বিরুদ্ধে  অগাস্ট। আটালান্টাও এই সপ্তাহে নিজেদের ম্যাচ জিতেছে। তারা রাফায়েল টলুই এবং অ্যাডামোলা লুকম্যানের গোলে ২-০ ব্যবধানে সাম্পডোরিয়াকে মাত দেয়। মিলানের চিরপ্রতিদ্বন্দ্বীও গত মরসুমের রানার্স আপ ইন্টার মিলানও (Inter Milan) নিজেদের ম্যাচে জয় পেয়েছে। ইন্টারের হয়ে নিজের প্রত্যাবর্তন ম্যাচেই মাত্র দুই মিনিটে গোল করেন রোমেলু লুকাকু। তাদের প্রতিপক্ষ লিসের হয়ে কেসে ৪৮ মিনিটে সমতা ফেরালেও, ম্যাচের ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে ডেন্জিল ডামফ্রিজের গোলে ২-১ ম্যাচ জেতে ইন্টার মিলান।  


আরও পড়ুন: হতাশাজনক ড্রয়ে মরসুম শুরু বার্সার, চার গোল দিল ম্যান সিটি, আর্সেনাল