কলকাতা : আগামী সপ্তাহটা বিভিন্ন রাশির জাতকের কীভাবে কাটবে দেখে নেওয়া যাক।


মেষ : কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তনে বিস্মিত হতে পারেন। কাজ ছেড়ে যাবেন নাকি পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষা করবেন তা নিয়ে ভাবতে হতে পারে। তবে, পরিবর্তনের ভয় খাবেন না। কাছের মানুষের উপর নিজের বিরক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন।


বৃষ : আইনি বা আর্থিক কোনও বিষয় মসৃণভাবে যাবে। পারিবারিক বিষয় মসৃণভাবে চলবে। সব ধরনের অপশনই খোলা মনে ভাবুন। সুস্বাস্থ্যের কথা ভাবলে, অতিরিক্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকুন।


মিথুন : ধৈর্য্য ধরুন। আপনার পক্ষে যা সম্ভব তা করেছেন। এবার উত্তরের অপেক্ষা করুন। ব্যক্তিগত সম্পর্কে তৃতীয় কেউ ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। গসিপে কান দেবেন না। আর্থিক সমস্যা ধীরে ধীরে কেটে যাচ্ছে।


কর্কট : অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে পারবেন। পারিবারিক বিষয়ে মনযোগ দিতে পারবেন। সন্তানদের স্বাস্থ্য ভাল থাকবে। রুটিন জীবনে ব্যাঘাত ঘটবে। ধ্যান করুন।


সিংহ : এ সপ্তাহে স্বাস্থ্যকর বোধ করবেন। পেশাগত ক্ষেত্রে কঠোর সিদ্ধান্ত নিতে পারবেন। পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে নতুন কাজ শুরু করতে চাইবেন। কাজের জায়গায় উপভোগ করতে পারবেন না। লিখিত চুক্তি এড়িয়ে যান।


কন্যা : এ সপ্তাহে নেতিবাচক থাকবেন। স্বাস্থ্য সমস্যা হতে পারে। ঘন ঘন মেজাজ পাল্টাতে পারে। কোনও কোনও পরিচিত আপনার সঙ্গে প্রতারণা করতে পারেন। এ সপ্তাহে কোনও আর্থিক সিদ্ধান্ত নেবেন না। অপ্রয়োজনীয় খরচ হতে পারে। দূরে ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন।


তুলা : লাভ হতে পারে। এমন কোনও প্রোজেক্টের সঙ্গে জড়াতে পারেন যাতে আগামীদিনে আপনি লাভবান হবেন। জমি বা অন্য কোনও সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন। সাবধানে গাড়ি চালান। ঝুঁকি নেবেন না।


বৃশ্চিক : কাজের জায়গায় ব্যস্ত থাকতে পারেন। মানসিক শান্তি থাকবে। ব্যবসায় আরও সুযোগ আসবে। প্রোমোশনের প্রত্যাশা করতে পারেন। বাড়ি সংস্কারের সিদ্ধান্ত নিতে পারেন। রোম্যান্টিক মুহূর্ত উপভোগ করবেন।


ধনু : এই সময়ে উন্নতি করবেন। আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে। কাজের জায়গায় ভাল করবেন। কাজের প্রতি আপনার অবদানে খুশি হবেন বস। প্রোমোশনও পেতে পারেন।


মকর : এ সপ্তাহে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। তর্কাতর্কির সময় মুখ বন্ধ রাকুন। মানসিক শান্তির জন্য আধ্যাত্মিক কোনও জায়গায় যেতে পারেন। ছাত্রদের কঠোর পরিশ্রম করতে হবে। 


কুম্ভ : খারাপ সময় চলে গেছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে। ইতিবাচক জিনিস তখনই ঘটবে যখন আপনি নিজে ইতিবাচক হয়ে উঠবেন। প্রেমের সম্পর্ক শুরু হতে পারে। আর্থিক বিষয়ে আর একটু নজর দিন। 


মীন : ছাত্রদের পক্ষে ভাল সময়। কর্মপ্রার্থীদের পক্ষেও। যত বেশি নিজের উপর বিশ্বাস রাখবেন, তত সাফল্য পাবেন। নিজের দুর্বলতা নিয়ন্ত্রণ করতে পারবেন।