কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) মসনদ থেকে সরে যেতে হয়েছে। তারপর নিজেই জানিয়েছিলেন, সিএবি প্রেসিডেন্ট পদে লড়বেন। কিন্তু সিএবি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা দেননি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। আপাতত তিন বছর কুলিং অফে যাওয়ার পথে হাঁটছেন।


সামনের বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ODI World Cup)। অনেকে আশা করেছিলেন, ইডেনে ফাইনাল আসবে? সৌরভ রবিবার সাংবাদিকদের বলেন, 'ফাইনাল কোথায় যাবে, সেটা তো ঠিক করবে বোর্ড। ওরাই তো আয়োজক। সব সময় তো একটা জায়গায় ফাইনাল হয় না। এখন অনেক ভাল মাঠ রয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় খেলা হবে।'


সিএবি নির্বাচনে (CAB) উলটপুরাণ হল। যেখানে দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly) জায়গা ছেড়ে দিলেন সৌরভ। সিএবি-র আসন্ন নির্বাচনে লড়াই করছেন না সৌরভ। তিনি যদিও আগে জানিয়েছিলেন যে, প্রেসিডেন্ট পদে লড়বেন। তারপর থেকেই জল্পনা চলছিল, কবে মনোনয়ন জমা করবেন সৌরভ।


রবিবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। বিকেল পাঁচটার মধ্যে মনোনয়ন জমা করতেই হতো। সৌরভ নিজেও সিএবি পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে চমক অপেক্ষা করেছিল। দেখা যায়, সৌরভ নন, সিএবি প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করছেন দাদা স্নেহাশিস। যিনি বর্তমানে সিএবি সচিব ছিলেন। ভাইস প্রেসিডেন্ট পদে মনোনয়ন জমা করেন অমলেন্দু বিশ্বাস। সচিব পদে মনোনয়ন দেন নরেশ ওঝা। যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। কোষাধ্যক্ষ পদে মনোনয়ন জমা দেন প্রবীর চক্রবর্তী। যুগ্মসচিব থেকে যাচ্ছেন দেবব্রত দাসই।


বিরোধীরা কোনও প্রার্থী না দেওয়ায় মনোনয়ন জমা করা প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় আসবেন। ৩১ অক্টোবর সিএবি-র বার্ষিক সাধারণ সভা। সেদিনই নতুন কমিটি গঠন করা হবে।                                          


কেন তিনি নিজে সভাপতি পদে মনোনয়ন জমা করলেন না? সাংবাদিকদের সৌরভ বলেন, 'আমি বলেছিলাম নির্বাচন হলে লড়ব। কিন্তু নির্বাচন হচ্ছে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসছে প্রার্থীরা। আমি থাকলে আরও দুজন পোস্ট পাবে না। সে জন্যই আমি সরে দাঁড়ালাম। আমিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় এসেছিলাম। আমি প্রেসিডেন্ট হতে পারতাম। তবে মনে হয় না সেটা ঠিক হতো।'


আরও পড়ুন: এমন মুহূর্ত আর কখনও আসবে না, পাকিস্তান ইনিংসকে ভেঙে বললেন অর্শদীপ