কলকাতা : উৎসবের মরসুম। আনন্দে মেতে উঠেছে বাঙালি। এই আবহে আগামী সপ্তাহটা বিভিন্ন রাশির জাতকের কীভাবে কাটবে দেখে নেওয়া যাক।
মেষ : এ সপ্তাহে টাকা উপার্জনের। ব্যবসায়ীরা সফল হবেন। নতুন ব্যবসা এই সময়ে শুরু করতে পারেন। কাছের মানুষগুলোর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। আয় বাড়ানোর জন্য কোনও সম্পত্তি ভাড়া দিতে পারেন।
বৃষ : এ সপ্তাহে স্বাস্থ্য ভাল থাকবে। ব্যক্তিগত ও পেশাগত জীবনে ভারসাম্য রাখতে পারবেন। তবে, কাজের জায়গায় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। জীবনের অন্যদিকগুলি নিয়ে আকর্ষণ বোধ করবেন। স্ত্রী সঙ্গে ছোটখাট বিবাদ হতে পারে।
মিথুন : এ সপ্তাহে দূরে কোথাও ভ্রমণের সুযোগ আসতে পারে। ফিটনেস বজায় রাখুন। এ সপ্তাহে বাজেটের থেকে খরচ বেড়ে যেতে পারে। তাই ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। পরিবারের সদস্যদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। যার জেরে পারিবারিক পরিবেশ ভাল থাকবে।
কর্কট : এ সপ্তাহে আপনি চেষ্টার জন্য প্রশংসা পাবেন। বন্ধুদের নজর থাকবে আপনার ওপর। সম্পদ বাড়াতে সমক্ষম হবেন। ছাত্ররা শিক্ষাক্ষেত্রে উন্নতি করবে।
সিংহ : আপনার প্রতি ভালবাসা ও স্নেহপরায়ণভাব আরও প্রকাশ পাবে বাবা-মায়ের। কেউ কেউ নতুন কেরিয়ার খুঁজে পেতে পারেন বা চাকরি পাল্টাতে পারেন। প্রোমোশনের সম্ভাবনাও রয়েছে। কাজের জায়গায় সিনিয়র পজিশন পেতে পারেন।
কন্যা : এ সপ্তাহে কোনও কাজ শেষ করতে, অনেকটা চেষ্টা করতে হবে। মনে হতে পারে, কপাল বোধহয় আপনার সঙ্গে নেই। বাড়িতে উদ্বেগের পরিবেশ থাকতে পারে। মায়ের শরীরে তার প্রভাব পড়তে পারে। চিন্তা নিয়ে কাটতে পারে। পারিবারিক বাধ্যবাধকতা বাড়বে।
তুলা : এ সপ্তাহে খাওয়া-দাওয়া বা ত্বক সংক্রান্ত শারীরিক সমস্যায় ভুগতে পারেন। ডায়েট ঠিক রাখুন। গসিপের যোগ দেওয়ার পরিবর্তে হাতে জমে থাকা কাজ শেষ করুন। ভেবেচিন্তে কথা বলুন, অন্যথা সমস্যায় পড়তে পারেন। আয় কমতে পারে।
বৃশ্চিক : এ সপ্তাহে প্রচুর সাফল্য পেতে পারেন। গ্রহের কারণে। যেহেতু খরচের দিকে নজর দিয়েছেন, তাই জীবন আরও শান্তিপূর্ণ হয়ে উঠবে। ঋণ পরিশোধের সম্ভাবনা। আপনার চেষ্টা পুরস্কৃত হবে।
ধনু : কিছু ভুল বোঝাবুঝির কারণে, এ সপ্তাহে প্রেমে সমস্যা দেখা দিতে পারে। সঙ্গীর সঙ্গে কিছু সময় কাটানোর চেষ্টা করুন। বাড়ি বা যে কোনও নির্মাণকাজ সফলভাবে শেষ হবে। পরিবারের সদস্যদের সঙ্গে দ্বন্দ্বের সম্ভাবনা। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন।
মকর : চাকরি পাল্টাতে চাইলে এ সপ্তাহে ভাগ্যবান হতে পারেন। বা, কেরিয়ার সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলেও সফল হবেন। কিন্তু, সময় নিয়ে প্রত্যেকটি অফার খতিয়ে দেখুন। রিয়েল এস্টেটে বিনিয়োগ করলে ভাল টাকা উপার্জন করতে পারবেন। বাড়িতে টাকা বিনিয়োগ করতে পারেন। মায়ের স্বাস্থ্য খারাপ থাকলে চিকিৎসার প্রয়োজন।
কুম্ভ : এ সপ্তাহে সঙ্গীর সঙ্গে সম্পর্কের বিষয়ে সাবধান থাকুন। কারও কারও বিয়ের সম্ভাবনা রয়েছে। এই সময়ে ব্যবসায়ীরা উন্নতি করবেন। আপনার পূর্বের কোনও উদ্যোগ এখন প্রশংসিত হবে। স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন।
মীন : গ্রহের কারণে এই সময়ে আপনি আরও সাহসী হয়ে উঠবেন । সহকর্মীরা আপনাকে পূর্ণ সমর্থন দেবে। যার জেরে কেরিয়ারে আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন। আর্থিকভাবে ভাল জায়গায় থাকবেন। কেউ কেউ অপ্রত্যাশিতভাবে বড়লোক হয়ে উঠতে পারেন। মৃদু শ্বাসকষ্ট বা বুকে সংক্রমণের সমস্যা দেখা দিতে পারে।