কলকাতা : উত্থান-পতন জীবনে (lifestyle) লেগেই থাকে। ভাল-খারাপ সময়ও। অফিস হোক বা বাড়ি, পারিবারিক জীবন বা চাকরি জীবন, খরচ হোক বা সঞ্চয়...এ সপ্তাহে আপনার ভাগ্যে (astrology) কী রয়েছে, তা আগাম কিছুটা জানা গেলে পথ চলতে সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। আগামী ২০ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কী রয়েছে আপনার জীবনে ? কেমন কাটবে এই সময়টা ? 


মেষ - ওঠা-নামার মধ্যে দিয়ে শুরু হবে এই সপ্তাহ। ফলের চিন্তা করবেন না। পৈতৃক সম্পত্তিতে বাধা আসতে পারে। এই সপ্তাহে কর্মরত মহিলাদের অল্পবিস্তর সমস্যা আসতে পারে। কর্মস্থলে আপনার ওপর চাপ আসতে পারে। যদি প্রেম করছেন, তাহলে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।


বৃষ - এই সপ্তাহটা আপনাদের জন্য ভাল। কেরিয়ার ও ব্যবসায় উন্নতি করবেন। আপনি এই সপ্তাহে কোনও ধরনের চুক্তি করতে পারেন। প্রেমের জন্য এই সময়টা অসাধারণ। পরিবারের সঙ্গে আপনি ভাল সময় কাটাবেন।


মিথুন - এই সপ্তাহটা আপনাদের জন্য শুভ। খুবই খুশি থাকবেন। এ সপ্তাহে ভ্রমণেও যেতে পারেন। যদি আপনি বিদেশ থেকে ব্যবসা করছেন, তাহলে এই সময়টা আপনার জন্য ভাল। প্রেমের সম্পর্ক বিয়েতে রূপান্তরিত হবে খুবই দ্রুত। বিবাহিত জীবনে খুশি থাকবেন।


কর্কট - এই সপ্তাহটা আপনার জন্য ঠিকঠাক। আপনাকে ভাষার ওপর সংযম রাখতে হবে। কাউকে খারাপ কিছু বলবেন না। প্রেমে সম্পর্ক খারাপ হতে পারে। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। যদি এই সপ্তাহে কারও সঙ্গে আর্থিক লেনদেন করছেন, তাহলে সতর্ক হন।


সিংহ - এই সপ্তাহে আপনার ভাগ্য খুলবে। কোনও ভাল খবর পেতে পারেন। যার জেরে বাড়ি-পরিবারে খুশি আসবে। অফিসে সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে। ব্যবসা ভাল চলবে এবং লাভবানও হবেন। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাবা-মায়ের মতামত নিন।


কন্যা - এই সপ্তাহটা আপনার জন্য শুভ। বন্ধু আপনার কাজে আসতে পারে। কোনও কাজ আটকে থাকলে বন্ধুর সাহায্যে তা সম্পন্ন হবে। স্বাস্থ্য ভাল থাকবে। প্রেমে ভাল সময় কাটাতে পারবেন। যদি চাকরি করছেন, তাহলে আরও রোজগারের জন্য নতুন জায়গার খোঁজ করবেন।


তুলা - এই সপ্তাহটা আপনার জন্য একটু কঠিন। কিছু সমস্যার মুখোমুখি হতে হবে। কর্মস্থলে কাজের সঙ্গে সম্পর্কিত সমস্যা আসতে পারে। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না। স্বাস্থ্যের খেয়াল রাখুন। কারণ, স্বাস্থ্য আপনাকে সমস্যায় ফেলতে পারে।


বৃশ্চিক - এই সপ্তাহে আপনার উপর কাজের প্রচুর চাপ থাকবে। কারও সঙ্গে মতভেদ বা দ্বন্দ্ব হতে পারে। কারও সঙ্গে অযথা তর্কাতর্কিতে জড়াবেন না। যদি সম্পত্তি কিনতে বা বিক্রি করতে চাইছেন, তাহলে হুড়োহুড়ি করে সিদ্ধান্ত নেবেন না। তৃতীয় কারও জন্য প্রেমে সমস্যা আসতে পারে।


ধনু - এ সপ্তাহে যদি সাফল্য পেতে চান, তাহলে আপনাকে অহঙ্কার ও অলসতা ত্যাগ করতে হবে। পারিবারিক সম্পর্কে কোনও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ব্যবসায় কোনও সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। পাল্টাতে থাকা মরসুম আপনাকে সমস্যায় ফেলতে পারে। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখুন।


মকর - এ সপ্তাহে ভাল ফল পাবেন। নিজের কাজ শেষ করতে পারবেন। প্রেম করলে সঙ্গীর আবেগের খেয়াল রাখুন। তাঁর প্রয়োজন মেটান। বিবাহিত জীবনে খুশি মিলবে। পরিবারের সঙ্গে বাইরে কোনও ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। 


কুম্ভ - এ সপ্তাহে আপনি মিশ্র ফল পাবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে না। কোনও কাজ করার ভাবনাচিন্তা করলে সমস্যা আসতে পারে। যদি প্রেম করছেন, তাহলে কাউকে কিছু দেখানোর দরকার নেই। তা করলে সমস্যায় পড়তে পারেন। কেরিয়ারে ভাল ফল পেতে সঙ্গীদের সঙ্গে মিলেজুলে কাজ করুন।


মীন - এই সপ্তাহটা আপনার একটু ধীরে কাটবে। কিন্তু, আপনার কাজ হয়ে যাবে। যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাহলে কোথাও থেকে অফার আসতে পারে। পরিবারের কারও স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে। পরিবারের সঙ্গে ভালসময় কাটাতে পারবেন। প্রেমেও কাটবে ভাল সময়।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।