কলকাতা: এ সপ্তাহটা কেমন যাবে আপনার ? দেখে নিন রাশিফল। অফিস হোক বা বাড়ি, পারিবারিক জীবন বা চাকরি জীবন, খরচ হোক বা সঞ্চয়...এ সপ্তাহে আপনার ভাগ্যে (astrology) কী রয়েছে, তা আগাম কিছুটা জানা গেলে পথ চলতে সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল।


মেষ - সামাজিক ভাবে মেলামেশা করবেন এই সপ্তাহ। লোকজনের সঙ্গে কথা বেশি হবে। কথা বলার ক্ষমতার মাধ্যমে লোকের মন জয় করতে পারবেন। এই ক্ষমতার মাধ্য়মেই দ্বন্দ্ব কমাতে পারবেন তিনি। নতুন কোনও প্রকল্প মাথায় থাকলে এখনই তা কাজে পরিণত করার সময়।


বৃষ - নিজের জন্য সময় দিন। আর্থিক নিরাপত্তা বাড়বে। ধৈর্য ধরুন এবং যেভাবে সব চলছে তা চলতে দিন। কর্মস্থলের পরিস্থিতি আরও ভাল করার চেষ্টা করুন। আপনার মানসিক শক্তির জন্য়ই কাজের জায়গায় গতিপ্রকৃতি পাল্টে দিতে পারবেন। কোনও সিদ্ধান্ত নেওয়ার হলে নিজের উপর ভরসা রাখুন।     


মিথুন - নিজেকে চেনার সপ্তাহ এটি। নিজের মনের ইচ্ছেকে চিনুন। মনে যা আসছে তা লিখে ফেলুন। তাহলেই ঠিকমতো ভাবনা-চিন্তা করে চলতে পারবেন। কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বজায় রাখুন। হঠাৎ করে কোনও দামি কিছু কিনে ফেলবেন না। তার বদলে দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতির দিকে লক্ষ্য রাখুন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে।


কর্কট - নিজের মানসিক শক্তি বৃদ্ধি হবে এই সপ্তাহে। মেডিটেশনে সময় খরচ করতে পারেন। মন যা বলছে তাতে ভরসা করতে পারেন। প্রতিদিনের জীবনে ক্লান্তি এলে কিছুক্ষণ ব্রেক নিয়ে বিশ্রাম নিতে পারেন। সৃজনশীল কোনও কাজের ইচ্ছে থাকলে এখন তা করতে পারেন। অহেতুক কোনও বিতর্কে জড়াবেন না।   


সিংহ - সামাজিক বৃত্ত বাড়ানোর জন্য ভাল সময় এটি। নতুন যোগাযোগ তৈরি হতে পারে। গ্রুপ প্রোজেক্টে নাম লেখাতে পারেন। সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি করার জন্য ভাল সময় এটি। কাজের জগতে নতুন সুযোগ আসতে পারে। ব্য়বসায়িক যোগাযোগ হতে পারে। বিনিয়োগের কোনও সুযোগ পেলে দেখতে পারেন। তবে তার আগে ভালমতো গবেষণা করে নেবেন। জীবনসঙ্গীর সঙ্গে নতুন কোনও পরিকল্পনা করতে পারেন।  


কন্যা - কীভাবে সকলের সামনে নিজেকে তুলে ধরবেন তার উপর অনেককিছুই নির্ভর করছে। কঠোর পরিশ্রম এবং মনোযোগ দিয়ে থাকলে তা ঠিক লোকের নজরে পড়বেই। প্রয়োজনে স্পটলাইন এড়াবেন না। মনের ইচ্ছেমতো কোনও কাজের সুযোগ পেতে পারেন এই সপ্তাহে। আয় বৃদ্ধির জন্য নতুন পথ খুঁজতে পারেন। কোনও সম্পর্কে থেকে থাকলে সঙ্গীর সঙ্গে কেরিয়ার নিয়ে আলোচনা করতে পারেন।


তুলা - জীবনের নানা পথে নানারকম অভিজ্ঞতা আসবে। সেগুলি মাথায় রেখে এগোন। নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এখন। অনেক অভিজ্ঞতা হতে পারে। কোনও কিছু ট্রেনিং বা কোনও কোর্স করার ইচ্ছে থাকলে এখন শুরু করার জন্য ভাল সময়। আর্থিক দিক থেকে সুখবর মিলতে পারে। সিঙ্গল হলে মনের মতো কারও খোঁজ মিললেও মিলতে পারে।


বৃশ্চিক - পরিবর্তন এলে তা সাদরে গ্রহণ করুন। মনের ইচ্ছে বা আশঙ্কা দুটোই খোলাখুলি আলোচনা করুন। তাহলেই সমস্যা কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। গবেষণা সংক্রান্ত কোনও কাজের জন্য অত্যন্ত ভাল সময় এটি। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সব হিসেব-নিকেশ ও ব্যবসায়িক কাজে নজর দিন। আর্থিক পরিকল্পনা করার জন্য এটি ভাল সময়। কোনও পুরনো সমস্যার ঠিক সমাধান হয়ে যেতে পারে এই সপ্তাহে। 


ধনু - বাকিরা কী বুঝছেন সেটাও ভাল করে নজরে রাখুন। সহযোগিতার মাধ্য়মেই সবরকম সমস্য়ার সমাধান হয়। যদি অংশীদারি কোনও কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন হয়, তাহলে এখন গ্রহের অবস্থান আপনার পক্ষেই রয়েছে। কোনও সামাজিক অনুষ্ঠানে মনের মতো কাউকে পেতে পারেন। পড়ুয়াদের জন্য ভাল সপ্তাহ এটি।  


মকর - রুটিনে ভাল কোনও বদল এলে তা আপনার জীবনের জন্য ভাল। নতুন অভ্যাস গড়ে তুলুন। স্বাস্থ্যের জন্য ভাল এমন রুটিন ও খাওয়া-দাওয়ার মেনু মেনে চলুন। আপনার পরিশ্রম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বেন। নিজের দক্ষতা দেখানোর থেকে পিছপা হবেন না। সঙ্গীর প্রয়োজনের দিকেও ভাল খেয়াল রাখবেন।   


কুম্ভ - কর্মজীবনে নতুন উদ্দীপনা আসতে পারে। সৃজনশীলতাই আপনার আসল অস্ত্র। নিজের লক্ষ্য অনুযায়ী কাজ করবেন। নিজের পরিকল্পনাও সবার সামনে রাখবেন। সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর ভরসা করবেন। হিসেব করে ঝুঁকি নিতে পিছপা হবেন না। কোনও সম্পর্কে থাকলে জীবনসঙ্গীর সঙ্গে আলোচনা করে নিন, একসঙ্গে ঘুরতে যেতে পারেন। এই সপ্তাহটা খুশি-আনন্দের মধ্য় দিয়েই কাটবে।


মীন - নিজেকে গুরুত্ব দেওয়ার জন্য এই সময়টা দরকার। ঘরে শান্তি বজায় থাকবে। বন্ধুদের থেকে সমর্থন পাবেন। কাজ এবং ব্যক্তিগত জীবনে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন। ঘরের জন্য প্রয়োজনীয় কোনও কারণে বিনিয়োগ করতে পারেন। সামাজিক অনুষ্ঠান, আত্মীয়-বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য ভাল সময়।  


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।




 



আরও পড়ুন: হাত শিবিরে এলেন বিনয় তামাঙ্গ! পাহাড়ে কংগ্রেসের নতুন ছক?