কলকাতা : কারও কর্মক্ষেত্রে জটিলতা তো কারও পারিবারিক জীবনে। সারা সপ্তাহজুড়ে অনেক কিছুই দেখতে হয় আমাদের। তাই আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে , পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে...
মেষ : সপ্তাহের শুরুটা ভাল হবে। কারণ, কাজের জায়গায় ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। নতুন প্রকল্পের কাজ আপনার নাম শর্টলিস্টেড হতে পারে। সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে পারেন। কোনও নতুন কাজ শুরুর আগে মায়ের আশীর্বাদ নিন। সন্তান পড়াশোনায় উন্নতি করবে। ঝুলে থাকা আইনি বিতর্ক মিটে যেতে পারে।
বৃষ : অতীতে ভাল পারফরম্যান্সের জন্য চলতি সপ্তাহে সিনিয়রদের থেকে প্রশংসা পাবেন। যাঁরা সিঙ্গল আছেন, তাঁদের এমন কারও সঙ্গে দেখা হতে পারে যার সঙ্গে সম্পর্ক বজায় থাকবে। ব্যক্তিগত ক্ষেত্রে, বন্ধুদের সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। স্ত্রী আর্থিকভাবে লাভবান হতে পারেন। কোমরের সমস্যায় ভুগতে পারেন।
মিথুন : চলতি সপ্তাহে অপ্রত্যাশিত খরচ হতে পারে। যার জেরে আর্থিক সমস্যা দেখা দেবে। কথাবার্তায় একটু কঠোর হয়ে পড়বেন এ সপ্তাহে। যার জেরে পারিবারিক পরিবেশ নষ্ট হবে। আপনার ভাই-বোনেরা নিজের নিজের জগতে ভাল ফল করবেন। তাঁদের সঙ্গে আপনার সম্পর্ক আন্তরিক থাকবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে। নতুন এই সম্পর্কের জেরে পেশাগত ক্ষেত্রে উপকৃত হতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিন। চেস্টের সমস্যায় ভুগতে পারেন।
কর্কট : এ সপ্তাহে আপনি ভীষণ আত্মবিশ্বাসী থাকবেন। আপনাকে বড় দায়িত্ব এবং পদ দেওয়া হতে পারে। মেন্টরের কাছ থেকে নৈতিক ও আর্থিক সাহায্য পেতে পারেন। নিজের কাজ নিয়ে সন্তুষ্ট থাকবেন। পারিবারিক জীবনে শান্তি থাকবে। কাজের জন্য ছোটখাট ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নতুন ইলেক্ট্রিক্যাল ডিভাইস কিনতে পারেন। বিবাহিত জীবন সুখের থাকবে। যাঁরা আগে থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাঁরা সেরে উঠতে পারেন।
সিংহ : এ সপ্তাহে অপ্রত্যাশিত খরচ হতে পারে। যার জেরে চিন্তিত হয়ে পড়বেন। আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাথায়। সপ্তাহের মাঝামাঝিতে স্বস্তি ফিরবে । আশাবাদী থাকবেন । বিনিয়োগ পরিকল্পনার পক্ষে ভাল সময় । সঞ্চয়ের বিষয়ে নজর দিন । সপ্তাহের শেষ ভাগে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইবেন।
কন্যা : দীর্ঘদিন ধরে ঝুলে থাকা অধিকাংশ কাজই এসপ্তাহে শেষ করে ফেলতে পারবেন। বিভিন্ন দিক থেকে আয় বাড়বে। কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় বন্ধু এবং পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকবেন । তাঁদের খুশি রাখার জন্য বাড়তি উদ্যোগ নিন । ছোটখাট গেট টুগেদার শুভাকাঙ্খীদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত করবে । ঠান্ডা লাগতে পারে, তাই শরীর দুর্বল লাগবে । অপ্রয়োজনীয় জার্নি এড়িয়ে যান । অন্যথা শরীর ক্লান্ত হয়ে পড়বে । স্বামী-স্ত্রী ভুল বোঝাবুঝি ঠেকাতে উদ্যোগ নিন ।
তুলা : এসপ্তাহে নতুন চাকরির সুযোগ আসতে পারে । যার জন্য আপনি অধীর আগ্রহে উপেক্ষা করছেন । ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন । ক্রীড়া ব্যক্তিত্বদের পক্ষে এই সপ্তাহটা ভাল । তাঁরা জয়ী হতে পারেন । চিকিৎসা ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন তাঁরা সফল হতে পারেন । স্ত্রীর সঙ্গে আন্তরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন । অবিবাহিতদের মধ্যেও ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে । পেট ও পায়ের সংক্রমণ ভোগাতে পারে ।
বৃশ্চিক : এসপ্তাহে কাজের জায়গায় সুখ্যাতি থাকবে । পড়ে থাকা কাজ শেষ করে ফেলবেন । অপ্রত্যাশিতভাবে প্রোমোশন পেতে পারেন । যা আপনার বাগদত্তাকে খুশী করে তুলবে । পারিবারিক দ্বন্দ্ব এড়াতে সদস্যদের কথা শুনুন । আপনার স্ত্রীর শারীরিক সমস্যা দেখা দিতে পারে । যদিও আপনার সন্তানদের স্বাস্থ্যের উন্নতি হবে । নাক-কান-গলার সংক্রমণে ভুগতে পারেন ।
ধনু : এসপ্তাহে অন্যের উপর নির্ভর করবেন না । যুক্তিবাদী হন । সপ্তাহের মাঝামাঝিতে স্বস্তি পাবেন এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন । যেসব ছাত্র উচ্চশিক্ষা করছেন, তাঁরা অনুকূল ফল পাবেন। আগে করা কোনও কাজের ফল সপ্তাহের শেষভাগে পাবেন। সিনিয়রদের থেকে সাহায্য পাবেন। ব্যক্তিগত ক্ষেত্রে, ভালবাসার মানুষের প্রতি আপনার উষ্ণ এবং যত্নশীল ব্যবহার, সম্পর্ক মজবুত করবে।
মকর : এ সপ্তাহে নতুন প্রকল্প এবং পার্টনারশিপে নজর দিন। ব্যবসায়ীদের জটিল সিদ্ধান্ত নিতে হতে পারে। যা ভবিষ্যতে লাভের মুখ দেখাতে পারে। স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাল থাকবে এবং পারস্পরিক সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি পারিবারিক পরিবেশ আন্তরিক রাখবে। যদিও পারিবারিক কিছু বিবাদ নিয়ে অবাঞ্চিত উদ্বেগ থাকবে। পেশাগত ক্ষেত্রে, সুযোগ বাড়বে। হঠাৎ করে লাভবান হতে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। লিভার ও তলপেটের সমস্যায় ভুগতে পারেন।
কুম্ভ : এ সপ্তাহে আয়ের বিভিন্ন দিক খুঁজে পেতে পারেন। সপ্তাহের শুরুর দিকে, অতিরিক্ত কাজের চাপের জন্য অফিসে বেশি সময় কাটাবেন। যা আপনার সিনিয়রদের চোখ এড়াবে না। নিজের কাজের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মানসিকতা রাখুন, না হলে পিছিয়ে পড়বেন। সপ্তাহের শেষ দিকে হঠাৎ করে আর্থিকভাবে লাভবান হতে পারেন। যা আপনাকে ঋণ শোধ করতে সাহায্য করবে। খরচে রাশ টানার চেষ্টা করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকতে পারে। বাইরে খাবার খাওয়া এড়িয়ে যান।
মীন : স্টক মার্কেটে বিনিয়োগের জেরে এ সপ্তাহে লাভবান হতে পারেন। পেশাগত ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। অন্যথা, পরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। সপ্তাহের মাঝামাঝিতে টার্গটে পূরণ করতে আপনাকে অতিরিক্ত কঠোর পরিশ্রম করতে হবে। যদিও সপ্তাহের পরের দিকে, বৃদ্ধি ও স্থিতিশীলতার মুখ দেখবেন। আরও বেশি আত্মবিশ্বাসী বোধ করবেন। যা পেশাগত ক্ষেত্রে আপনাকে আরও সাহসী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আপনার স্ত্রী সহযোগিতা করবেন। যার জেরে বাড়ির পরিবেশ ভাল থাকবে।