কলকাতা : সোমবার থেকে শুরু আরও একটা সপ্তাহ। নতুন কাজ, নতুন লক্ষ্যমাত্রা, নতুন দিশায় এগোনো। এই সপ্তাহটা কেমন কাটবে ১২ রাশির ? কী বলছে রাশিফল। এই পর্বে দেখে নেওয়া যাক মেষ থেকে কন্যা- এই ছয় রাশির রাশিফল কী বলছে ? (Saptahik Rashiphal)


মেষ (Aries)


এই সপ্তাহে নিজের আর্থিক লক্ষ্যমাত্রার বিষয়ে ফোকাস করুন। দেখুন, নিজের পরিবারের সহযোগিতা কীভাবে পাওয়া যায় আপনার আর্থিক লক্ষ্যমাত্রা পূরণে। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা ও বিনিয়োগের বিষয়ে ভাবনাচিন্তা করা উচিত। পরিবারের সঙ্গে এ ব্যাপারে পরিষ্কার কথাবার্তা বলে নেওয়া দরকার। কাজ আর অন্যান্য দায়িত্বে ব্যস্ততা বাড়বে এই সপ্তাহে। কথাবার্তায় সংযম প্রয়োজন। ভুল বোঝাবুঝিত কাছের জনেদের সঙ্গে মনোমালিন্য বাড়তে পারে। শান্ত ও পেশাদার থেকে অন্যদের সঙ্গে ঝগড়াঝাঁটি এড়াতে পারেন। প্রিয়জনেদের যত্ন নিতে ভুলবেন না। কোনও বিষয়ে তাড়াহুড়ো না করাই শ্রেয়। যা হওয়ার স্বাভাবিক নিয়মেই হবে। সম্পর্কে রয়েছেন যাঁরা, টাকাপয়য়ার বিষয়ে আলোচনা করে নিলে বন্ধন আরও দৃঢ় হবে। 


সাপ্তাহিক পরামর্শের হাইলাইট টিপস : টাকাপয়সা বুদ্ধি করে ব্যয় করুন 


বৃষ (Taurus)


সূর্য আপনার মধ্যেকার পরিবর্তন আনার এবং নেতৃত্ব দেওয়ার ইচ্ছাকে চালিত করবে, তাই নিজের জীবনের সম্ভাব্য পরিবর্তনের বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে। নিজেকে আয়নায় দেখে নিয়ে অন্যদের চোখে কী হতে পারেন আপনি, সেটা একবার ভেবে নেওয়া দরকার। নিজের লাইফস্টাইল বা দর্শন পরিবর্তন করতে আপনি অনুপ্রাণিত হতে পারেন। সূর্যের তেজ আপনার সামাজিক ও কর্মজীবনকে উজ্জ্বল করতে পারে। অতএব এই সুযোগটা কাজে লাগানোর উপযুক্ত সময় এটি। তবে মনে রাখা উচিত, কোনও কিছুই অতিরিক্ত ভাল নয়। এতে বন্ধু ও পরিবারের প্রিয়জনেদের সঙ্গে সম্পর্ক বিঘ্নিত হতে পারে। এই সপ্তাহে কেরিয়ার নিয়ে ভাল কিছু হতে পারে। কর্মক্ষেত্রে আসতে পারে প্রশ্ংসা। চাকরির খবরের অপেক্ষায় যারা, সুখবর মিলতে পারে। নেজের কেরিয়ারের লক্ষ্যমাত্রা ও কর্মকুশলতা বসের সঙ্গে শেয়ার করতে পারেন। তবে বিনম্রতার সঙ্গে, যাতে কেউ আঘাত না পান। 


সাপ্তাহিক পরামর্শের হাইলাইট টিপস : নিজের জীবনের নিয়ন্ত্রণ নিন


মিথুন (Gemini)


এই সপ্তাহটি আপনার আত্ম-দর্শন, সিদ্ধান্ত নেওয়ার ও অভ্যন্তীরণ বৃদ্ধির। তাড়াহুড়োর রাস্তা থেকে পিছিয়ে আসাই ভাল। নিজের ব্যক্তিগত উন্নতি ও আবেগের উপর ফোকাস করাই শ্রেয়। 


নিজের মানসিক ও আবেগের স্বাস্থ্যের ব্যাপারে বেশি নজর দিন। যতটা পারেন বাড়ির বাইরের কার্যকলাপ কমিয়ে বাড়িতে থেকে বিশ্রাম নিন। অবিবাহিতরা একা থাকতে পছন্দ করবেন। পছন্দ করবেন সঙ্গী-সঙ্গীনীদের সঙ্গে মেলামেশা থেকে একটু বিরতি। নিজের জীবনসঙ্গীর থেকে ঠিক কী চান, এই সপ্তাহটি নিজের কাছে তা বুঝে নেওয়ার জন্য সঠিক সময়। প্রেমিক-প্রেমিকারা আবেগের ব্যাপারে সতর্ক হয়ে এগোন। দুজনের কাছেই ধৈর্য খুব জরুরি। দুজনেরই প্রয়োজন আরেকটু সময়। ক্ষমা করে দেওয়ার ও ভুল বোঝাবুঝি মেটানোর জন্য এই সময়টুকু প্রযোজন। পারিবারিক বিষয়ে আরেকটু মনোযোগ দরকারি, বিশেষ করে বয়স্কদের জন্য। বয়স্কদের সঙ্গে, বিশেষ করে মায়ের সঙ্গে কথা বলুন। 


সাপ্তাহিক পরামর্শের হাইলাইট টিপস : মানসিক স্বাস্থ্যের দিকে বেশি নজর দিন


কর্কট (Cancer)


টিমওয়ার্ক, গ্রুপ প্রজেক্ট, এবং আপনার সঙ্গে একই লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছেন যাঁরা, এমন ব্যক্তিদের জন্য এই সপ্তাহটি খুব গুরুত্বপূর্ণ। আপনার দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলি নিয়ে ভাবনাচিন্তা করুন এবং নিশ্চিত করুন, সেগুলি যেন বাস্তবসম্মত হয়। বন্ধন দৃঢ় হলে, তা নতুন সুযোগের অবতারণা করবে এবং সমর্থন দেবে। আরও ভালে পদের দিকে লক্ষ্য নিয়ে এগোলে এই সপ্তাহে ভাল খবর আসতে পারে। অতএব, যাবতীয় কনট্যাক্টস আপডেটেড রাখুন, যোগাযোগ রাখুন। চাকরির খবরাখবর বন্ধুদের থেকেও আসতে পারে। নিজস্ব চাকরির নেটওয়ার্কে ফোকাস আরও বেশি রাখুন। প্রেমিক-প্রেমিকারা এই সপ্তাহে একসঙ্গে সময় কাটানোর জন্য দুর্দান্ত প্ল্যান করে নিতে পারেন।  


সাপ্তাহিক পরামর্শের হাইলাইট টিপস : বাস্তবসম্মত পরিকল্পনা করুন


সিংহ (Leo)


এই সপ্তাহে নিজের দায়িত্বগুলির উপর ফোকাস করুন। আপনার কাজ যেন আকর্ষণ করে অন্যদের, বিশেষ করে কর্মক্ষেত্রের পদস্থ লোকজনকে। পরিকল্পনামতো এগোন। ছোটখাটো বিষয়ে সময় নষ্ট না করে বড় লক্ষ্যের দিকে ফোকাস থাক। নিজের রেপুটেশন বজায় রাখতে কঠোর পরিশ্রম ও নিয়মানুবর্তিতা দেখানোর এর থেকে ভাল সময় আর হয় না। মনে রাখুন, ধারাবাহিকতা খুব প্রয়োজন। আপনি কতটা ভরসাযোগ্য, তা নজর করবেন পদস্থ কর্তাব্যক্তিরা। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব মিলতে পারে।  আপনার কাজে নজর থাকবে। এবং এর উপর প্রোমোশনও নির্ভর করবে। আপনার ভিশন বুঝবেন, এমন ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে আপনার। আপনার কেরিয়ারের ব্যাপারে বাবা-মা বা বয়স্কদের পরামর্শ নেওয়া জরুরি। 


সাপ্তাহিক পরামর্শের হাইলাইট টিপস : বড় লক্ষ্যমাত্রাকে ফোকাস করে এগোন


কন্যা (Virgo)


ভবিষ্যৎ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে ভাবনাচিন্তা করার পারফেক্ট সময় এটি। যে সিদ্ধান্ত নেবেন, তার দীর্ঘমেয়াদি পরভাব পড়তে পারে।  জীবনের গতিপথ অন্যদিকে ঘোরাতে পারেন। বয়স্ক, নেতৃস্থানীয়, শিক্ষক ইত্যাদিদের থেকে পরামর্শ নিতে পারেন। কাজের নতুন শিক্ষা ও সুযোগ সম্পর্কে এই সপ্তাহটি উপযোগী হতে পারে। কর্মীদের নতুন করে দক্ষতা সম্পর্কে চিন্তাভাবনা করতে হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য পরিবারে আলোচনা করা জরুরি। বাবা-মায়ের কাছ থেকে পরামর্শ নিন। কোনও ভুল বোঝাবুঝি থাকলে আলোচনার মাধ্যমে মিটিয়ে নিতে হবে। বন্ধু বা তুতো ভাইবোনেদের উপযোগী পরামর্শ আপনার জীবন সম্পর্কে ফোকাস বদলে দিতে পারে। 


সাপ্তাহিক পরামর্শের হাইলাইট টিপস : গুরু ও গুরুস্থানীয়দের থেকে পরামর্শ নিন


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


তথ্যসূত্র - আই এ এন এস লাইফ