BYD Atto 3 Safety Rating: চিনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা বিল্ড ইওর ড্রিমস (BYD)সম্প্রতি ভারতে একটি নতুন বৈদ্যুতিক এসইউভি প্রকাশ্যে এনেছে।  এই মাসেই গাড়ির দাম সামনে আনবে কোম্পানি।  গাড়ির ডেলিভারি শুরু হবে ২০২৩ সাল থেকে।  অটো সাইটগুলির মতে,  এর দাম ৩০ লাখ টাকার বেশি হতে পারে।


আজ আমরা আপনাকে এই গাড়ির নিরাপত্তা বৈশিষ্ট্য ও নিরাপত্তা রেটিং সম্পর্কে জানাব। সেইসঙ্গে এই গাড়িটি ছাড়াও ভারতের অন্যান্য ৫ স্টার সেফটি রেটিং কার সম্পর্কে আপনারা জানতে পারবেন। জেনে নিন এই গাড়িটি কতটা নিরাপদ?


5 Star Rating Cars: এই নিরাপত্তা বৈশিষ্ট্য পাবেন গাড়িতে ?
BYD Atto 3 অটো ইমার্জেন্সি ব্রেকিং, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, স্পিড অ্যাসিস্ট সিস্টেম, স্ট্যান্ডার্ড হিসেবে ৭টি এয়ারব্যাগ, সিট বেল্ট প্রিটেনশনার, ব্লাইন্ড স্পট মনিটরিং, ISOFIX অ্যাঙ্করেজ, ADAS ফিচার, লেন অ্যাসিস্টের মতো নিরাপত্তা বৈশিষ্ট্য পায়। গাড়িটি ইউরো NCAP ক্র্যাশ টেস্টে ৫ স্টার নিরাপত্তা রেটিং পেয়েছে। এই পরীক্ষা তার বেস ভেরিয়েন্টের লেফট হ্যান্ড ড্রাইভ ও রাইট হ্যান্ড ড্রাইভ সংস্করণে করা হয়েছে।


BYD Atto 3 Safety Rating: এই গাড়িটি কতটা নিরাপদ?
BYD Atto 3 ইলেকট্রিক SUV এই ক্র্যাশ টেস্টে 38 এর মধ্যে 34.7 স্কোর করেছে। এই পরীক্ষায়, SUV-এর ডিফর্মেবল অফসেট ব্যারিয়ার সহ-যাত্রীকে ভাল নিরাপত্তা দিয়ে থাকে। পরীক্ষায় সর্বোচ্চ স্কোর পেয়েছে অ্যাটো 3। এই গাড়িটি শিশু সুরক্ষা পরীক্ষায় 89% নম্বর পেয়েছে।


5 Star Rating Cars: পথচারীদের জন্য কতটা নিরাপদ ?
অ্যাটো 3 পথচারীদের জন্য পরীক্ষায় 72 এর মধ্যে 37.5 পেয়েছে। এই গাড়িটি সংঘর্ষে তাদের মাথা ও পায়ের জন্য সর্বদা সুরক্ষা দিয়েছে। এই গাড়িতে পাওয়া অটোনোমাস ইমার্জেন্সি ব্রেকিং ও লেন সাপোর্ট সিস্টেম খুব ভাল কাজ করেছে। পরীক্ষায় গাড়িটি 16 -র মধ্যে 12 নম্বর পেয়েছে।


BYD Atto 3 Safety Rating: এগুলিও ৫ তারা রেটিং কার
এই গাড়িটি ছাড়াও Volkswagen Taigun/Skoda Kushak, Tata Punch, Mahindra XUV300, Tata Altroz, Tata Nexon গাড়িগুলিও ভারতের নতুন GNCAP পরীক্ষার মানদণ্ডে 5 তারা গাড়ি।


আরও পড়ুন : Upcoming Electric Bike: চলতি মাসেই দেশে আসছে এই ইলেকট্রিক বাইকগুলি, দেবে দারুণ পারফরম্য়ান্স


Car loan Information:

Calculate Car Loan EMI