ক্যালকুলেট কার লোন ইএমআই
Monthly Car Loan EMI
₹
Principal Amount
₹
Interest Amount
₹
Total Amount Payable
₹
অন্যান্য ক্যালকুলেটর
FAQ
গাড়ির লোন কী?
গাড়ির লোন-কে কার লোন বা অটো লোনও বলা হয়ে থাকে। বিভিন্ন ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠানও (NBFC বা non-banking financial company) কার লোন দিয়ে থাকে। ক্রেতাকে যার জন্য নিজের পকেট থেকে পুরো টাকা দিতে হয় না। ব্যাঙ্কের দেওয়া এই ঋণ সম্পূর্ণ নিরাপদ। আপনি যে গাড়িটি কিনছেন সেটিই এই ক্ষেত্রে 'কো-ল্যাটারাল'। অতিরিক্ত আর কিছু বন্ধক রাখতে হয় না ব্যাঙ্কের কাছে।
কার লোন ইএমনআই কি?
EMI হল একটি পদ্ধতি যেখানে ঋণগ্রহীতা মোট যত টাকা ঋণ নিয়েছেন, তা সুদ সহ ব্যাঙ্ককে নির্দিষ্ট মাসিক কিস্তিতে মিটিয়ে দেওয়া যায়। ইএমআই পেমেন্টের মধ্যে আপনার ঋণ নেওয়া আসল ও সুদ উভয়ই ধরা থাকে। কত টাকা লোন আপনি নেবেন বা কত সময়ের মধ্যে তা ব্যাঙ্ককে শোধ করবেন, তার উপর ইএমআই নির্ভর করে।
কার লোন ইএমআই ক্যালকুলেটর (Car Loan EMI Calculator) কী?
গাড়ি কেনার সাধ আছে, অথচ হাতে যথেষ্ট পুঁজি নেই? কিংবা টাকা থাকলেও হুট করে এত টাকা খরচ করে ফেলতে চান না? কার লোন ইএমআই ক্যালকুলেটরের মাধ্যমে আপনি সহজে জানতে পারবেন, আপনি কত টাকা ঋণ কত টাকার মাসিক কিস্তিতে পেতে পারেন।এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, গাড়িটি কিনতে আপনার ঠিক কতটাকা খরচ হচ্ছে, কত সময় পাচ্ছেন তা মেটাতে।
ইএমআই ক্যালকুলেটর (EMI Calculation Help) আপনাকে কীভাবে সাহায্য করতে পারে?
এই ক্যালকুলেটর আপনাকে সহজেই বুঝিয়ে দেবে প্রতি মাসে গাড়ির ঋণ শোধ বাবদ আপনাকে কত টাকা সরিয়ে রাখতে হবে। তাতে মাসিক খরচ সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা থাকবে। সেই অনুযায়ী সংসারের বাজেট করতে পারবেন আপনি।
ইএমআই মারফত ঋণ শোধ করার তথ্যগুলি জানার সুবিধেগুলি কী কী -
- ঋণ নেওয়ার ক্ষমতা বিশ্লেষণ করে দেখতে পারবেন।
- লোন নিলে কতদিন সময় পাচ্ছেন টাকা শোধ করার জন্য। কোন কিস্তিতে কত টাকা দিতে হচ্ছে।
- পরবর্তীতে ঋণ পরিশোধের বিষয়টি নিয়ে আর্থিক পরিকল্পনা করে এগনো।
- গাড়ি কেনার সময়কার খরচ সম্পর্কেও ধারণা করা যায়।
গাড়ির ঋণ নানাভাবে সাহায্য করতে পারে।
- আপনার সাধের গাড়িটি কিনতে পারলেন, অথচ মাথার উপর একসঙ্গে বিশাল টাকা খরচদ্রয়োজনও হল না।
- সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার ক্ষেত্রেও ব্যাঙ্ক ঋণ পাওয়া যায় শর্তসাপেক্ষে।
- দ্রুত ঋণটি অনুমোদনও হয়ে যায়।
- কী শর্তে সুদ দিতে হবে, ফিক্সড রেটে নাকি ফ্লোটিং ইন্টারেস্ট রেটে, তাও আগেভাগে স্থির করা যায়।
- ঋণ শোধের জন্য মোটামুটি ৭ বছর অবধি সময় থাকে।
- ঋণ নিয়ে গেলে গাড়িটি আপনার কোল্যাটারাল, বাড়তি কোনও সম্পত্তি গচ্ছিত রাখতে হবে না। তাই এই ঋণ খুব নিরাপদ।
- কীভাবে ঋণ শোধ করবেন, তার বিভিন্ন অপশন আছে। ঠান্ডা মাথায় ভেবে সিদ্ধান্ত নিন।
টপ খবর
সল্টলেকের AD ব্লকের লবণহ্রদ বিদ্যাপীঠে নকল বিধানসভা অধিবেশন
ডাবল সেঞ্চুরি, দুই ইনিংসেই শতরান, শততম টেস্টে নজির
কী নিয়ে তোলপাড় হীরক রাজ্য? দেখুন ‘হীরক রাজার দরবার’
এক ডজন গল্প: একুশের ভোটে মোদির নজরে কৃষক ভোট, কেদারনাথের ভয়াবহ স্মৃতি উস্কে উত্তরাখণ্ডের ফের বিপর্যয়
আজ বাংলায়: হলদিয়ায় মোদির মুখে পিসি-ভাইপো কটাক্ষ, মঙ্গলবার ফের রাজ্যে আসছেন নাড্ডা
West Bengal Election 2021: ডুমুরজলার সভা থেকে রাজীবকে হুঁশিয়ারি কল্যাণের, ডোমজুরে কালো পতাকা প্রাক্তন বনমন্ত্রীকে
৭টায় বাংলা (৪): হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার পথে একাধিক জায়গায় আক্রান্ত বিজেপি
৭টায় বাংলা (৩): উত্তরাখণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা মোদির, ট্যুইটারে সমবেদনা মমতার
বিজেপি ক্ষমতায় এলেই রাজ্যে চালু হবে পিএম নিধি প্রকল্প, প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
নজরে ৯ চটজলদি: হলদিয়ার সভায় তৃণমূলকে তীব্র আক্রমণ মোদির, উত্তরাখণ্ডের ভয়াবহ তুষার ধসে নিখোঁজ অন্তত ১৫০