সোমনাথ চট্টোপাধ্যায়: ২০২৩ সালের ১০ জানুয়ারি ফোর্ডের কাছ থেকে নতুন কারখানা কিনে নিয়েছিল টাটা মোটরস। টাটা প্যাসেঞ্জার ইলেকট্রিক মোবিলিটির প্রকল্প বাড়ানোর ক্ষেত্রে এই সানন্দ প্ল্যান্টটি (Tata Motors Sanand Plant) কিনে ফেলা একটা বড় উদ্যোগ ছিল। টাটা মোটরসের (Tata Motors) এই দ্বিতীয় প্ল্যান্টটা গুজরাতে প্রায় ৪৬০ একর জমির উপর গড়ে উঠেছে। ICE এবং EV দুই ধরনের মডেলই এখানে তৈরি হয়। এই জমি কিনতে, কারখানা বানাতে টাটার প্রাথমিকভাবে খরচ হয়েছিল ৭২৫.৭ কোটি টাকা এবং নতুন করে যন্ত্রপাতি আনার জন্য খরচ পড়েছিল ১৩০০ কোটি টাকা। এক বছর ধরে ধীরে ধীরে এই কারখানায় নতুন যন্ত্রাংশ, নতুন সরঞ্জাম বসানো হয়েছিল টাটা মোটরসের তরফে।


টাটার এই নতুন কারখানার (Tata Motors) মাধ্যমে সংস্থার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি অনেকাংশে বেড়ে যাবে বলেই মনে করা হচ্ছে। আমরা এই কারখানার ভিতরটা ভালভাবে ঘুরে দেখে এলাম, সেখানে প্রধানত চারটে বড় বড় দোকান আছে- স্ট্যাম্পিং, বডি কনস্ট্রাকশন, পেইন্ট ইত্যাদি। এগুলি সবই ১০০ শতাংশ অটোমেটেড যার মধ্যে রয়েছে প্রেস শপ, ওয়েল্ড শপ, পেইন্ট শপ এবং অ্যাসেম্বল শপ। এই নতুন প্ল্যান্টটির ক্যাপাসিটি হল ৩ লক্ষ ইউনিট যা ধীরে ধীরে ৪.২ লক্ষ ইউনিটে বাড়ানো হবে সংস্থার তরফে। একইসঙ্গে ইভি ও আইসিই গাড়ি নির্মিত হবে এখানে।


এই কারখানায় কাজ করবেন প্রায় হাজার জন, এমনকী এখানে একটা ইন-হাউজ ট্রেনিং পরিকাঠামোও রাখা হয়েছে। আসন্ন টাটা কার্ভের মত মডেল এখানে তৈরি হবে, এমনকী Avinya-র মত ফিউচার মডেল তৈরি হবে এই কারখানাতেই। এই কারখানাতে টাটার (Tata Motors Sanand Plant) এখনকার অন্যতম জনপ্রিয় নেক্সন মডেলটিও তৈরি হয়েছে। টাটা মোটরস জানিয়েছে ২০২৬ সালের মধ্যে এই সানন্দ প্ল্যাণ্টটি সম্পূর্ণরূপে পুনর্নবীকরণযোগ্য শক্তিতে পরিচালিত হবে।


ইভির দুনিয়ায় টাটা মোটরস এখন অত্যন্ত অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে বলা চলে। ভারতের বাজার পুরোপুরি দখল করতে চায় টাটা মোটরস। ভারতের বাজার পুরোপুরি দখল করতে চায় টাটা মোটরস। সাম্প্রতিক পাঞ্চ ইভি এবং আসন্ন কার্ভ ইভি ভার্সন সহ টাটা মোটরস বেশ কিছু ইলেকট্রিক গাড়ির পরিকল্পনা করে রেখেছে। এর পরে বাজারে আসবে হ্যারিয়ার ইভি এবং আরও অন্যান্য। প্রথমে টাটা কার্ভের একটা ডিজেল ভার্সন বাজারে আসে এবং পেট্রোল ভার্সন আসে তারপর। পরে কিছুদিনের মধ্যেই বাজারে আসবে টাটা কার্ভের বৈদ্যুতিন ভার্সন। 


আরও পড়ুন: Electric Car: বৈদ্যুতিন গাড়ি-বাইক চালান ? ব্যাটারি খারাপ হয়ে গেলে সারাতে কত খরচ পড়বে ?


Car loan Information:

Calculate Car Loan EMI