EV Car: দেশের মধ্যে ক্রমেই বাড়ছে বৈদ্যুতিন গাড়ির চাহিদা। সম্প্রতি টাটা কিংবা অশোক লেল্যান্ডের মত তাবড় সংস্থাকে পিছনে ফেলে একটি স্টার্ট আপের ঘরে জমা পড়ল ১০০০টি বৈদ্যুতিন ট্রাক (Electric Truck) বানানোর অর্ডার। বেঙ্গালুরুর এই স্টার্ট আপের নাম ট্রেসা মোটরস। জম্মু কাশ্মীরের জেএফকে ট্রান্সপোর্টার্সের কাছ থেকে এই সংস্থা বৈদ্যুতিক ট্রাক বানানোর অর্ডার পেয়েছে। ২০২৩ সালের জুলাই মাসে চালু হয়েছিল এই সংস্থাটি। ১৮টি থেকে ৫৫টি গ্রস ভেহিকল ওয়েট বিভাগে আরও বৈদ্যুতিক ট্রাক নির্মাণ করবে ট্রেসা মোটরস।


ট্রেসার ট্রাকগুলিতে এখন ২৪০০০ এনএম মোটর থাকছে এবং ৩০০ কিলোওয়াট ব্যাটারি প্যাক থাকছে। এতে ১৫ মিনিটের মধ্যেই ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যায়। এই ট্রাকের সর্বোচ্চ গতিবেগ থাকছে ১২০ কিমি প্রতি ঘণ্টায়। তবে একবার সম্পূর্ণ চার্জে ঠিক কত কিমি যেতে পারবে এই বৈদ্যুতিন ট্রাক, তা প্রকাশ করেনি ট্রেসা মোটরস।


ফ্লাক্স ৩৫০ প্ল্যাটফর্মের উপর নির্মিত হয়েছে এই ট্রেসার ট্রাক (Electric Truck)। এতে রাখা হয়েছে Meg50 800V 50kWh সেলফ কনটেইন্ড ব্যাটারি প্যাক মডিউল। আইপি ৬৯ রেটিং পেয়েছে এই ব্যাটারি প্যাক। এতে রয়েছে অ্যাক্টিভ কুলিং টেকনোলজি, পে লোডের উপরেই এটি দাঁড়িয়ে রয়েছে।


ট্রেসা মোটরসের সিইও রোহন শ্রাবণ জানিয়েছেন যে, বহু বছর ধরে কাজ করে এখন ট্রেসার ট্রাকগুলি তৈরি করতে পেরেছে এই সংস্থা। একইসঙ্গে টেকসই প্রযুক্তি ও উদ্ভাবনের সমাহারে ট্রেসার ট্রাকগুলি শীর্ষস্থান নিতে পারবে বলেই আশা করছেন তিনি। পরিবেশে কার্বন নিঃসরণ কমাতে একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই বৈদ্যুতিক ট্রাক নির্মাণের লক্ষ্যে নেমেছে ট্রেসা মোটরস। পরিবহন শিল্পের ক্ষেত্রে এই দুই সংস্থার পার্টনারশিপের ফলে কার্বনমুক্ত পরিবেশ গড়ে উঠবে বলে আশ্বাস সংস্থার সিইওর।


এই বছরই অন্তর্বর্তী বাজেটে বৈদ্যুতিন গাড়ির (Electric Truck) উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। গাড়ি নির্মাণের পাশাপাশি চার্জিং পরিকাঠামোর উপরেও জোর দেওয়া হয়েছে এই বাজেটে। অর্থমন্ত্রী জানিয়েছিলেন সরকারের মদতে ভারতের রাস্তায় কিছুদিনের মধ্যে ই-বাসও চালু করা হবে। তাঁর আগে এবার আসছে ই-ট্রাক। সেই কারণে বাজেটের পরপরই বেড়ে গিয়েছিল ইভি নির্মাণকারী সংস্থাগুলির শেয়ারের দাম।


আরও পড়ুন: Adani Group: ২.৩ লক্ষ কোটি বিনিয়োগ করবে অদানি গ্রুপ, কোন সেক্টরে টাকা ঢালবেন অদানি ?


Car loan Information:

Calculate Car Loan EMI