সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতের বাজারে নতুন গাড়ি নিয়ে আসবে কিয়া মোটরস। সনেট ফেসলিফটের পরে আরও কিছু গাড়ি আনছে কিয়া। নতুন গাড়ির বাজারে (Upcoming Cars) কিয়ার বড় পদক্ষেপ। শুধু তাই নয়, ইভির বাজারও দখল করবে কিয়া মোটরস (Kia Motors)। তবে এবার প্রিমিয়াম ক্যাটাগরিতে মডেল আনছে এই সংস্থা। কার্নিভালের নতুন ভার্সন এবং ইভি৯ এই দুই গাড়ি নিয়ে আসবে কিয়া মোটরস। আর এই বছরের শেষ দিকে ক্লাভিসের নতুন ভার্সন আনবে এই সংস্থা।
আগে বলা হয়েছে, এই নতুন ইভি৯ মডেলটি এই বছরের মাঝামাঝি বাজারে (Upcoming Cars) আসতে চলেছে। আর এটা একটা প্রিমিয়াম ইলেকট্রিক লাক্সারি এসইউভি হিসেবে লঞ্চ হবে। ইভি ৬-এর মত খুব কম সংখ্যায় শুধুমাত্র সিবিইউ মোডেই বাজারে আসবে কিয়ার ইভি ৯। আশা করা যাচ্ছে ফুল লোডেড মডেলটিতে একটা বড় ব্যাটারি প্যাক থাকছে আর এর রেঞ্জ দেবে ৬০০ কিমি। এই সাইজের মধ্যে গাড়ির দাম অত্যন্ত প্রিমিয়াম হয়ে উঠবে, আর এটা হবে একটা হ্যালো মডেল একেবারে ইভি৬-এর মতো। ইভি৬-এর সিবিইউ মডেলটিও বাজারে একসময় খুব বিক্রি হয়েছিল।
তারপর আলোচনায় উঠে আসবে নতুন প্রজন্মের কিয়া (Kia Motors) কার্নিভাল যা কিনা আগের মডেলের থেকে অনেক বেশি বড় এবং আরও বেশি লাক্সারিয়াস। অত্যাধুনিক প্রযুক্তিও থাকছে এই গাড়িতে। নতুন কার্নিভালের মডেলটি নতুন কিয়ারে ডিজাইন নিয়েও এসেছে। ইন্টিরিয়রটি দুটি বড় বড় স্ক্রিনের সঙ্গে দেখা যাচ্ছে। স্লাইডিং পাওয়ারড ডোর, ক্যাপ্টেন সিটে প্রচুর ফিচার্স, প্যানোরমিক সানরুফ, হেডস আপ ডিসপ্লে, প্রিমিয়াম বোস অডিয়ো সিস্টেম, হিটেড বা ভেন্টিলেটেড সিট ইত্যাদি এর অন্যতম বৈশিষ্ট্য।
তবে এর ইঞ্জিন অপশন আগের ডিজেল ভার্সনের গাড়ির মতই থাকছে। সবশেষে এই বছরের শেষ দিকে বাজারে কিয়া মোটরস আনতে চলেছে ক্লাভিসের নতুন মডেল। এটি আগের থেকে আকারে অনেক বড় হবে এবং আগের থেকে অনেক বেশি স্পেস থাকবে। সনেটের থেকেও এর আকার বেশি হবে বলা চলে। তবে সেলটোসের থেকে আকারে ছোট হবে এই নতুন ক্লাভিস। ইভি ভ্যারিয়ান্টের সঙ্গে পেট্রোল ভার্সনের ইঞ্জিন থাকছে ১.০ লিটার টার্বো।
আরও পড়ুন: Luxury Cars: পোর্শে, বিএমডব্লিউ ও মার্সিডিজের মধ্যে কে সেরা ? কোথায় আলাদা এই তিন গাড়ি
Car loan Information:
Calculate Car Loan EMI