ঢাকা : গণ-পরিবহনের ইতিহাসে নতুন মাইলফলক। উন্নত হোক বা উন্নয়নশীল দেশ, সাধারণ মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম মেট্রো (Metro Railways)। এতদিন অবশ্য যে পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন বাংলাদেশের (Bangladesh) বাসিন্দারা। তবে এবার আর নয়। বুধবার বিকেলে বাংলাদেশের প্রথম মেট্রো পরিষেবার (Bangladesh first metro service operation) উদ্বোধন হয়ে গেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করলেন যে পরিষেবার।
আপাতত কতদূর পরিষেবা
রাজধানী ঢাকার উত্তরা থেকে ২০.১ কিলোমিটার দূরের আগারগাঁওকে যুক্ত করবে ১৬ টি স্টেশন। এই অংশের মেট্রো পরিষেবা শুরু হয়ে গেল। বাংলাদেশের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে মেট্রো পরিষেবার জাল সেদেশের ১০০-র বেশি স্টেশন তৈরি করে বিস্তার করার পরিকল্পনা রয়েছে। আপাতত দেশের প্রথম মেট্রো পরিষেবা চালুর হাত ধরে বাংলাদেশের রাজধানীর বাসিন্দারা যানজটের যন্ত্রণা কমবে বলেই প্রত্যাশা রাখছেন।
যান-যন্ত্রণা মুক্তির প্রত্যাশা
অত্যধিক জনঘনত্ব ও গাড়ি-ঘোড়ার জেরে ঢাকা শহরের এই মুহূর্তের অন্যতম বড় সমস্যা যান-যন্ত্রণা। মেট্রো পরিষেবা চালুর হাত ধরে যা থেকে বেশ কিছুটা সুরাহা মিলবে বলেই প্রত্যাশা রাজধানীব ঢাকা ও সেখানকার শহরতলির বাসিন্দাদের।
জাপানকে ধন্যবাদ
ভারত, থাইল্যান্ড, চিন ও জাপানের বেশ কয়েকটি সংস্থার সাহায্যে বাংলাদেশের সংস্থা ঢাকা মাস ট্রানসিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসি) তৈরি করে তুলেছে মেট্রো চলাচলের বিভিন্ন পরিষেবা। জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির থেকে বাংলাদেশ গোটা প্রকল্পটিকে বাস্তবায়িত করার জন্য পেয়েছে অর্থ-সাহায্য।
মেট্রো পরিষেবা বাস্তবায়নের পথে জাপানের অনেকাংশে অর্থসাহায্যের জেরে সেদেশকে বিশেষভাবে ধন্যবাদ জানান বাংলাদেশের প্রদানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৬ সালে ঢাকার হোলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলায় এই মেট্রো প্রকল্পের সঙ্গে জড়িত থাকা ৬ রেল ইঞ্জিনিয়ারের মৃত্যুর কথা মনে করে তাঁদের স্মরণও করেন শেখ হাসিনা।
কদিন আগেই পদ্মা সেতু উদ্বোধন
এমনিতেই কিছুদিন আগে আরও কাছাকাছি এসেছে ঢাকা ও কলকাতা। সড়কপথে এপার বাংলা থেকে ওপার বাংলায় পৌঁছনোর দূরত্ব কমাচ্ছে পদ্মা সেতু। গত জুন মাসে যে সেতু উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রশাসনের দাবি, ৭১-এর মুক্তিযুদ্ধের পর এটাই দেশের সব থেকে বড় ঘটনা। খরস্রোতা পদ্মার ওপর সেতুর উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে আবেগ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বহু মানুষ সেখানে ভিড় করেন।
পদ্মা সেতু উদ্বোধনের কয়েকমাসের মধ্যে বাংলাদেশ সাক্ষী থাকল আরও এক ঐতিহাসিক পদক্ষেপের। এবার সেদেশে শুরু হল মেট্রো পরিষেবা।
আরও পড়ুন- 'বন্দে' উদ্বোধন, যোগ 'গঙ্গে'তে, শুক্রবারের মোদি-সফর নিয়ে সাজো সাজো রব, ঝলকে সফরসূচি