ঢাকা : চলতি মাসেই গণ পরিবহনের ইতিহাসে নতুন পদক্ষেপ রাখতে চলেছে বাংলাদেশ (Bangladesh)। পড়শি দেশে চালু হতে চলেছে প্রথম মেট্রো পরিষেবা (Metro Services)। আগামী ২৮ ডিসেম্বর যে পরিষেবা উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সাংবাদিক সম্মেলনে যে কথা জানিয়েছেন সেদেশের প্রশাসনিক কর্তারা।
রাজধানী ঢাকার উত্তরা থেকে ২০.১ কিলোমিটার দূরের আগারগাঁওকে সংযুক্ত করবে ১৬ টি স্টেশন। দীর্ঘদিনের পরিকাঠামো তৈরির পর আপাতত জনগণের পরিষেবার জন্য মেট্রো খুলে দেওয়া সম্ভব বলেই জানিয়েছেন তারা। এই মেট্রো পরিষেবা চালু হয়ে গেলে রাজধানীর একাধিক মানুষ তা ব্যবহার করতে পারবেন বলেই প্রত্যাশা। পাশাপাশি ঢাকা শহরের অন্যতম বড় দুই সমস্যা যানজট ও দূষণ সমস্যা অনেকটা কমানো যাবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে সড়ক পরিবহন ও হাইওয়ে ডিভিশনের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি জানিয়েছেন, 'রাজধানীর উত্তরা থেকে আগারগাওঁ পর্যন্ত জন পরিবহনের জন্য মেট্রো পরিষেবার উদ্বোধন হবে আগামী ২৮ ডিসেম্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন।'
ভারত, থাইল্যান্ড, চিন ও জাপানের বেশ কয়েকটি সংস্থার সাহায্যে বাংলাদেশের সংস্থা ঢাকা মাস ট্রানসিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসি) তৈরি করে তুলেছে মেট্রো চলাচলের বিভিন্ন পরিষেবা। আপাতত মেট্রোর যাত্রাপথের দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার। মোট ১৬ টি স্টেশন সহ শুরু হচ্ছে পরিষেবা।
জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির থেকে বাংলাদেশ গোটা প্রকল্পটিকে বাস্তবায়িত করার জন্য পেয়েছে অর্থ-সাহায্য।
এমনিতেই কিছুদিন আগে আরও কাছাকাছি আসে ঢাকা ও কলকাতা। সড়কপথে এপার বাংলা থেকে ওপার বাংলায় পৌঁছনোর দূরত্ব কমাচ্ছে পদ্মা সেতু। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রশাসনের দাবি, ৭১-এর মুক্তিযুদ্ধের পর এটাই দেশের সব থেকে বড় ঘটনা। খরস্রোতা পদ্মার ওপর সেতুর উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে আবেগ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বহু মানুষ সেখানে ভিড় করেন।
আরও পড়ুন- ফিক্সড ডিপোজিটে ফের সুদ বাড়াল এইচডিএফসি,জেনে নিন নতুন হার