7th Pay Commission: গত বছর মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে ফের সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এবার বাড়তে পারে তাদের বাড়ি ভাড়ার ভাতা House Rent Allowance(HRA)। শীঘ্রই মোট মহার্ঘভাতা (DA) বৃদ্ধি হতে পারে, যেকারণে বাড়বে HRA। সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ করেছে সংবাদমাধ্যমের একাংশ।


HRA বৃদ্ধির নিয়ম
নিয়ম অনুযায়ী, মহার্ঘভাতা ২৫ শতাংশের ওপরে গেলে তখনই HRA বাড়ে। গত বছর কেন্দ্রীয় সরকার জুলাই মাসে ডিএ বাড়িয়ে ২৮ শতাংশ করেছিল। এরপরই HRA বাড়ানো হয়। কর্মচারীদের HRA ভাগ করা হয়, ২৭ শতাংশ, ১৮ শতাংশ ও ৯ শতাংশের ভিত্তিতে।


HRA বাড়তে পারে : মিডিয়া রিপোর্ট বলছে, পরবর্তী সংশোধনের সময় HRA ৩ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই HRA ২৭ শতাংশ রয়েছে। যা বেড়ে আগামী দিনে ৩০ শতাংশ হতে পারে। DA ৫০ শতাংশ অতিক্রম করলেই এই টাকা বাড়বে। DoPT চুক্তি অনুসারে, DA ৫০ শতাংশ অতিক্রম করার সঙ্গে সঙ্গে HRA ৩০, ২০ ও ১০ শতাংশ হয়ে যাবে।


HRA বৃদ্ধি কর্মীদের বহু দিনের আশা : এইচআরএ বাড়তে পারে জেনে আশায় বুক বাঁধছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। দীর্ঘদিন ধরে বসে থাকা কর্মচারীরা গণমাধ্যমের এসব প্রতিবেদনে খুবই খুশি। HRA বৃদ্ধির সাথে সাথে তাদের 'টেক হোম' বেতনও বাড়তে পারে।


কেন্দ্রীয় সরকারি কর্মীদের সাম্প্রতিক বেতনের খবর বলছে, ফের একপ্রস্থ  মহার্ঘ ভাতা বাড়াতে (DA Hike) পারে সরকার। এবার সপ্তম বেতন কমিশন(7th Pay Commission)অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাবেন আরও ৩ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance)।


Central Government DA Hike : এই খবর সত্যি হলে ২০২২ সাল শুরু হতেই কেবল মহার্ঘ ভাতা বৃদ্ধির জন্য বেতনে বড় অংশ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, কেবল ডিএ বৃদ্ধির কারণে বেতনে ২০,০০০ টাকা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। মূলত, জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে বছরে দু-বার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। এবারও সেই পথেই হাঁটতে চলেছে কেন্দ্র।