Aadhaar Card Misuse: আধার কার্ড (Aadhaar Card)আর কেবল পরিচয়পত্র নয়। আজকের দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে গ্যাস সিলিন্ডারে ভর্তুকি সবেতেই লাগে এই গুরুত্বপূর্ণ নথি। আধারের পাশাপাশি অন্যতম গুরুত্বপূর্ণ নথির মধ্যে পড়ে প্যান কার্ড(PAN Card)।


Aadhaar Card Update: বিশাল অঙ্কের জরিমানা 


আমাদের আধার কার্ড দেয় সরকার-নিযুক্ত সংস্থা Unique Identification Authority Of India (UIDAI)। সম্প্রতি আধার কার্ডের অপব্যবহার নিয়ে নাগরিকদের সতর্ক করেছে UIDAI। সংস্থা জানিয়েছে , নাগরিকের এই গুরুত্বপূর্ণ পরিচয়পত্রের অপব্যবহার হলে  ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে অপরাধীকে। ইতিমধ্যেই এই বিষয়ে নোটিস জারি করেছে সংস্থা। সেই ক্ষেত্রে সংস্থা জানিয়েছে, জরিমানার টাকা UIDAI-এর তহবিলে জমা হবে।


Aadhaar Card Misuse: বর্তমানে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া থেকে শুরু করে বেশিরভাগ জায়গায় পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ব্যবহার করা হয়। লাভজনক পরিচয়পত্র বলে এই কার্ডের অপব্যবহার হওয়ার ঝুঁকি বেশি। সেই কারণেই ২০২১ সালের নভেম্বরে গোপনীয়তা রক্ষার জন্য একটি আইন নিয়ে এসেছিল UIDAI। যেখানে আধার কার্ডের অপব্যবহার করলে অপরাধীর বিরুদ্ধে কঠোর  ব্যবস্থা নেওয়ায় কথা বলা হয়েছে। সেই ক্ষেত্রে অভিযুক্তদের এক কোটি টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে বলে জানিয়েছে সংস্থা। 


Aadhaar Card Update: কী কারণে এই সিদ্ধান্ত
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বলছে, বেড়েই চলেছে ডিজিটালাইজেশনের গ্রাফ। গত কয়েক বছরে এই ডিজিটালাইজেশনের সঙ্গে দ্রুত বাড়ছে  সাইবার অপরাধের সংখ্যা। তদন্ত বলছে, এসব অপরাধে আধারের অপব্যবহারও হয়েছে বহুবার। এই পরিস্থিতিতে আধার কার্ডকে সুরক্ষিত রাখতে ও এর অপব্যবহার রুখতে আধার সংক্রান্ত কিছু নিয়ম পরিবর্তন করেছে UIDAI। সেই নিয়মের মধ্যেই আনা হয়েছে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার সিদ্ধান্ত।


ডিজিটাল ইন্ডিয়ার(Digital India) যুগে আধার (Aadhaar Card) আর কেবল পরিচয়পত্র নয়। আপনার পরিচিতির পাশাপাশি আর্থিক সঞ্চয়ের সঙ্গে যুক্ত এই কার্ড। তাই নিত্যদিন গ্রাহকের কার্ডের খবর পেতে জাল বিছায় প্রতারকরা। কীভাবে জালিয়াতদের থেকে রক্ষা করবেন আপনার আধার কার্ড (Aadhaar Card) ? সেই বিষয়ে পথ দেখাচ্ছে UIDAI কর্তৃপক্ষ।


প্রতারক বা হ্যাকারকুলের থেকে আপনার আধার কার্ডকে রক্ষা করতে এখন এসেছে মাস্কড আধার আইডি ‘Masked Aadhaar ID’ বা ভার্চুয়াল আইডি Virtual ID (VID)। ১৬ সংখ্যার নম্বর প্রকাশ্যে আনলেও জানা যাবে না গ্রাহকের গোপন তথ্য। ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া-র Unique Identification Authority of India (UIDAI)-র মাধ্যমে যা সহজেই লাভ করতে পারেন আপনি।